হলদিয়ায় বাড়িতে প্রাক্তন প্রধান শিক্ষিকার গলা কাটা দেহ - রক্তাক্ত দেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা বাড়িতে একাই থাকতেন। তাঁর দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । রক্তাক্ত দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেই, তিনি কোথাও থেকে বাড়িতে ফিরেছিলেন । বাড়ি ফিরে বেশ কিছু কাজও করেন তিনি । তার কিছুক্ষণ পরেই ওই শিক্ষিকার বাড়ির ভেতর থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয় ।
হলদিয়া, 30 নভেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে এক প্রাক্তন শিক্ষিকার গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ৷ সোমবার বিকেল নাগাদ সুতাহাটা থানার অন্তর্গত ভূপতিনগর গ্রামে স্থানীয় সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রাশমণি দে কাঞ্জিলালের (৭০) গলাকাটা দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন পরিচারিকা । দেহ নজরে আসতেই চিৎকার করে ওঠেন তিনি । স্থানীয়রা সেই খবর পেতেই পুলিশে খবর দেয় ৷ পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা বাড়িতে একাই থাকতেন। তাঁর দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । রক্তাক্ত দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেই, তিনি কোথাও থেকে বাড়িতে ফিরেছিলেন । বাড়ি ফিরে বেশ কিছু কাজও করেন তিনি । তার কিছুক্ষণ পরেই ওই শিক্ষিকার বাড়ির ভেতর থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয় । স্থানীয় বাসিন্দারা সুতাহাটা থানার ঘটনার খবর জানান । ঘটনার তদন্তে নেমেছে সুতাহাটা থানার পুলিশ।