পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়ায় বাড়িতে প্রাক্তন প্রধান শিক্ষিকার গলা কাটা দেহ - রক্তাক্ত দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা বাড়িতে একাই থাকতেন। তাঁর দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । রক্তাক্ত দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেই, তিনি কোথাও থেকে বাড়িতে ফিরেছিলেন । বাড়ি ফিরে বেশ কিছু কাজও করেন তিনি । তার কিছুক্ষণ পরেই ওই শিক্ষিকার বাড়ির ভেতর থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয় ।

emid-sutahata-teacher-death-in-haldia-east-medinipur
বাড়ির ভিতরেই প্রাক্তন প্রধান শিক্ষিকার গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য

By

Published : Nov 30, 2020, 10:37 PM IST

হলদিয়া, 30 নভেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে এক প্রাক্তন শিক্ষিকার গলা কাটা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ৷ সোমবার বিকেল নাগাদ সুতাহাটা থানার অন্তর্গত ভূপতিনগর গ্রামে স্থানীয় সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা রাশমণি দে কাঞ্জিলালের (৭০) গলাকাটা দেহ বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন পরিচারিকা । দেহ নজরে আসতেই চিৎকার করে ওঠেন তিনি । স্থানীয়রা সেই খবর পেতেই পুলিশে খবর দেয় ৷ পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিক্ষিকা বাড়িতে একাই থাকতেন। তাঁর দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন । রক্তাক্ত দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেই, তিনি কোথাও থেকে বাড়িতে ফিরেছিলেন । বাড়ি ফিরে বেশ কিছু কাজও করেন তিনি । তার কিছুক্ষণ পরেই ওই শিক্ষিকার বাড়ির ভেতর থেকে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয় । স্থানীয় বাসিন্দারা সুতাহাটা থানার ঘটনার খবর জানান । ঘটনার তদন্তে নেমেছে সুতাহাটা থানার পুলিশ।

বাড়ির ভিতরেই প্রাক্তন প্রধান শিক্ষিকার গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য
স্থানীয় বাসিন্দা সুদীপ কুমার হুতাহিত বলেন, প্রাক্তন শিক্ষিকা বাড়িতে একাই থাকতেন ‌। দুই ছেলে কর্মসূত্রে বাইরে থাকায় গোটা বাড়িটাতেই ভাড়াটিয়ারা থাকতেন । বাড়ির পরিচারিকা কাজ করতে এসে গলা কাটা দেহ দেখে চিৎকার করে ওঠেন । এই ঘটনায় পুলিশ ভাড়াটিয়াদের সমস্ত নথি খতিয়ে দেখছে । ঘটনার প্রকৃত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা ৷ সুতাহাটা থানার তদন্তকারী আধিকারিক স্বপন চাপড়ি জানিয়েছেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details