পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এলাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, ফের বন্ধ রামনগর বাজার

কোরোনা আতঙ্কে পূর্ব মেদিনীপুরের রামনগর বাজার ফের বন্ধ করার সিদ্ধান্ত নিল বাজার ব্যবসায়ী সমিতি। এলাকায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় আগামী তিন দিন বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

কোরোনা আতঙ্ক
ফের বন্ধ রামনগর বাজার

By

Published : Jun 15, 2020, 1:24 AM IST

রামনগর, 14 জুন: কোরোনা ধরা পড়তেই আতঙ্কে আবার বাজার বন্ধের ডাক দিল রামনগর ব্যবসায়ী সমিতি । এলাকার সুরক্ষার কথা ভেবে আগামীকাল থেকে তিন দিন বাজার বন্ধের নির্দেশ দিল রামনগর বাজার ব্যবসায়ী সমিতি ।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এলাকায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভিন রাজ্য থেকে বহু পরিযায়ী শ্রমিক বাড়িতে ফিরেছেন । পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরার পর এলাকায় কোরোনা বাড়তে শুরু করেছে । বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত ছয়জনের কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । তাঁদের পাঁশকুড়া বড়মা কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । আর বাকি পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই রিপোর্ট চলে আসার কথা আছে । তাই তিনদিন ধরে টানা বাজার বন্ধের ডাক দিয়েছে বাজার ব্যবসায়ী সমিতি । শুধু জরুরি পরিষেবা মিলবে । বাকি রামনগর বাজার বন্ধ থাকবে। তাই আজকে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য উপছে পড়া ভিড় দেখতে পাওয়া গেলো । তার সঙ্গে রামনগর বাজারের দোকানপাট বন্ধ করে স্যানিটাইজ় করা হয় ।

রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নিতাই চরণ বলেন, “ভিন রাজ্য থেকে রামনগর এলাকায় বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরেছেন । তাঁরা প্রত্যেকেই 14 দিন কোয়ারানটিনে ছিলেন । কোয়ারানটিনে থাকার সময় তাঁদের লালারসের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল । কিন্তু রিপোর্ট দেরিতে আসায় এবং তাঁদের কোয়ারানটিন সেন্টার থেকে ছেড়ে দেওয়া হয়েছিল । কিন্তু ছয়জনের রিপোর্ট পজ়িটিভ আসার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে । তাই বাজার ব্যবসায়ী সমিতি তিন দিন বাজার বন্ধ রাখার নির্দেশ দেয় । রামনগর বাজারের ছোটো বড় দোকান সহ পুরো এলাকায় স্যানিটাইজ় করা হবে । এই তিনদিনের মধ্যে আর সব পরিযায়ী শ্রমিকদের লালারসের রিপোর্ট যদি ভালো আসে, তাহলে রামনগর বাজার খোলা হবে । অন্যথা বুধবার বসে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ।”

ABOUT THE AUTHOR

...view details