পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-র চাপে দিদিমণি ভুল মন্ত্র পড়ছেন : দিলীপ

এগরায় দোল উৎসব পালনে গিয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেউ হনুমান জয়ন্তী করছেন ৷ কেউ রামনবমী করছেন ৷ দিদিমণি এখন ভুলভাল মন্ত্রও পড়ছেন ৷ এটা একটা চাপ যে BJP এগোচ্ছে ৷ "

BJP-র চাপে দিদিমণি ভুলভাল মন্ত্র পড়ছেন
BJP-র চাপে দিদিমণি ভুলভাল মন্ত্র পড়ছেন

By

Published : Mar 10, 2020, 8:28 PM IST

Updated : Mar 10, 2020, 9:52 PM IST

এগরা, 10 মার্চ : BJP-র চাপে তৃণমূল নেত্রী এখন ভুল মন্ত্র আওড়াচ্ছেন ৷ আজ এমনই মন্তব্য করলেন BJP -র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ এদিন পূর্ব মেদিনীপুরের এগরায় দোল উৎসব পালন ও অলুয়া জাগরণ সংঘের মনসা মেলায় গিয়েছিলেন দিলীপবাবু ৷ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি পৌর নির্বাচনের কাজও কিছুটা এগিয়ে রাখলেন ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "দোল, হলি জনসংযোগের একটা বড় মাধ্যম ৷ এখানকার বহু মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন ৷ আমাদের সঙ্গে আছেন ৷ আজ ছুটির দিন তাই সবার সঙ্গে দেখা করার জন্যই আসা ৷ "

মন্ত্রী শুভেন্দু অধিকারীকে সম্প্রতি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে দেখা গেছে ৷ যার জন্য প্রশ্ন উঠছে তিনি কী BJP-তে যোগ দিচ্ছেন ? এই বিষয়ে দিলীপবাবু বলেন, "কেউ হনুমান জয়ন্তী করছেন ৷ কেউ রামনবমী করছেন ৷ দিদিমণি এখন ভুল মন্ত্রও পড়ছেন ৷ এটা একটা চাপ যে BJP এগোচ্ছে ৷ এতদিন নমাজ পড়ে দেখা গেল যে সমাজ ভালোভাবে নেয়নি ৷ তাই এখন ডেমেজ কন্ট্রোল হচ্ছে ৷ আগে মুসলিমদের তেল মারা হচ্ছিল ৷ এখন হিন্দুদের তেল মেরে জেতার চেষ্টা করছেন ৷ এসব না করে উন্নয়নের কাজ করুন ৷ আইন-শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করুন ৷ মানুষ সেটাই চায় ৷ "

মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং হলদিয়ায় মা ও মেয়েকে খুনের ঘটনায় ধৃত সাদ্দামকে নিয়ে পোস্টার পড়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ৷ এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "আমি জানি না কী পোস্টার পড়েছে ৷ বড় বড় নেতাদের নিয়ে মাঝে মধ্যে পোস্টার পড়ে ৷ কী লেখা রয়েছে তাও জানা নেই আমার ৷ আগে লোকে বলার সুযোগ পাচ্ছিল না ৷ কিন্তু পোস্টার পড়ায় নিজের মনের কথা বলছে মানুষ ৷ " সাদ্দামের বিরুদ্ধে অভিযোগ লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ছাপ্পা মারতে গিয়ে ধরা পড়েছিল সে ৷ কিন্তু তারপরেও দলের তরফে মিছিল করে বলা হয়েছে যে সাদ্দামকে কেউ চেনে না, জানে না ৷ কোনও দলের সঙ্গে সে যুক্ত নয় ৷ এ প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "এসব ন্যাকামো করলে কেউ মানবে না ৷ মন্ত্রীর সঙ্গে ফোটো৷ নেতাদের সঙ্গে ফোটো ৷ TMC-র হয়ে ভোট লুট করতে গিয়ে ধরা পড়েছেন সেই ফোটো ৷ সবই তো আছে কার চোখে ধুলো দেওয়া হচ্ছে ? এখন ঝোলা থেকে বিড়াল বেড়িয়ে পড়েছে ৷ কিন্তু সাধারণ মানুষ সব বোঝেন ৷"

সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ

'বাংলার গর্ব মমতা' পোস্টার প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "বাংলায় গর্ব করার মত অনেক মহাপুরুষ আছেন ৷ রাতারাতি কারও পোস্টার টাঙিয়ে দিলেই কেউ বাংলার গর্ব হয়ে যাবেন না ৷ "

সামনেই এগরা পৌরসভার নির্বাচন ৷ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "সারা রাজ্যে প্রায় 120টি পৌরসভায় নির্বাচন হবে ৷ আমরা পুরো প্রস্তুত রয়েছি ৷ লোকসভার সময় এখানকার মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন তারা আমাদের সঙ্গে আছেন ৷ BJP বোর্ড গঠন করুক সে রকম প্রস্তুতি নিয়েই আমরা লড়াই করছি ৷ "

Last Updated : Mar 10, 2020, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details