তমলুক, 4 এপ্রিল : দেড় মাস পার হয়ে গেলেও খোঁজ মেলেনি পাঁশকুড়ার অপহৃত মাধ্যমিক পরীক্ষার্থীর। তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে গতকাল তমলুকে জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও করে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি ও নিখোঁজ ছাত্রীর পরিবার। ওই ছাত্রীকে ফিরিয়ে আনার দাবিতে তমলুকের মানিকতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিলও করা হয়। জেলাপুলিশ সুপারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পরে সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
পাঁশকুড়া নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সম্পাদিকা শ্রাবন্তি মণ্ডল জানান, গত ফেব্রুয়ারির মাঝামাঝি বাড়ি থেকে একরকম জোর করেই ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। ওই ছাত্রীর পরিবার পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছিল, তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে। কিন্তু এতদিন পার হয়ে গেলেও পুলিশ ওই ছাত্রীর অপহরণ কাণ্ডের কোনও কিনারাই করতে পারেনি। তাই তাঁরা চান, অবিলম্বে অপহরণকারীদের গ্রেপ্তার করা হোক। পুলিশ যদি কোনও পদক্ষেপ না করেন তা হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।