পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখে ব্ল্যাকটেপ, ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবতির মৃতদেহ

বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি গাছে যুবতির ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ । মুখে ব্ল্যাক টেপ লাগানো থাকায় পরিবারের অভিযোগ এই ঘটনা কোনওভাবেই আত্মহত্যা নয় । পরিকল্পিতভাবে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।

ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবতির মৃতদেহ
ঝুলন্ত অবস্থায় উদ্ধার যুবতির মৃতদেহ

By

Published : May 13, 2020, 7:29 PM IST

ময়না, 13 মে : মাছের ভেড়ির পাশে মুখে ব্ল্যাকটেপ লাগানো অবস্থায় যুবতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । ঘটনাটি ময়না থানা এলাকার দক্ষিণ আনুখা গ্রামের । খবর পেয়েই ঘটনাস্থানে যায় ময়না থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

জানা গিয়েছে মৃতের নাম মালবিকা বর্মণ (26) । মালবিকার পরিবারের অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ার কারণেই তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে স্বামী ও তাঁর পরিবারের লোকেরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে আনুখা গ্রামের কার্তিক বর্মণের সঙ্গে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল প্রতিবেশী গ্রাম চংরাচকের মালবিকার । তাঁদের একটি সাত বছরের কন্যা ও চার বছরের পুত্র সন্তানও রয়েছে । অভিযোগ, সম্প্রতি কার্তিক এলাকারই এক যুবতির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে । তারপর থেকে ওই মহিলার সঙ্গে মেলামেশা শুরু করে সে । একাধিকবার ফোনে কথা বলার সময় হাতেনাতে ধরে ফেলেন মালবিকা । তারপর থেকেই বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মালবিকা কার্তিককে চাপ দিতে শুরু করেন । এর থেকেই শুরু হয় দু'জনের মধ্যে প্রতিনিয়ত সাংসারিক অশান্তি ।

গতরাতেও একইভাবে ঝামেলা হয়েছিল তাদের মধ্যে । প্রতিবেশীদের অভিযোগ, রাতে অশান্তির সময় মালবিকাকে মারধর করে কার্তিক ও তার বাবা-মা । এরপর সকালে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না থানার পুলিশ । মুখে ব্ল্যাক টেপ লাগানো থাকায় পরিবারের অভিযোগ এই ঘটনা কোনওভাবেই আত্মহত্যা নয় । পরিকল্পিতভাবে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ।

এ বিষয়ে মৃতের দাদা তরুণ গুড়ি বলেন, "আমরা শুনেছি কার্তিক একজনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল । তারপর থেকেই ওদের পরিবারে অশান্তি শুরু হয় । বাধা দেওয়ার কারণেই বোনকে তার স্বামী ও শ্বশুর শাশুড়ি মিলে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে । এটা কোনওভাবেই আত্মহত্যার ঘটনা নয় । আমরা চাই পুলিশ ঘটনার প্রকৃত তদন্ত করে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক ।" এ বিষয়ে তমলুকে মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস বলেন, "একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে । ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে । দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details