দিঘা, 15 জানুয়ারি : মকর সংক্রান্তির পুণ্যস্নানে আজ সকাল থেকেই দিঘার সমুদ্র সৈকতে ভিড় জমান পুণ্যার্থীরা ৷ দিঘায় আজ লক্ষাধিক পুণ্যার্থীর জমায়েত হয় । তাদের যাতে সমস্যা না হয় সেজন্য সমুদ্র সৈকতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন ৷ জেলা পরিষদের তরফে খোলা হয়েছে স্বাস্থ্য শিবির ।
সংক্রান্তি স্নানে দিঘায় পুণ্যার্থীদের ভিড়, নিরাপত্তায় ওয়াচ টাওয়ার ও ড্রোন - পূর্বমেদিনীপুরের দিঘাতে মকর সংক্রান্তির পুণ্যস্নান
মকর সংক্রান্তির পুণ্যস্নানে দিঘার সমুদ্র সৈকতে আজ ভোর থেকে জড়ো হন পুণ্যার্থীরা । প্রশাসন মনে করছে গত বছরের তুলনায় এ বছর পুণ্যার্থীর সংখ্যা বেশি । তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷ এছাড়া সমুদ্র সৈকতে প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ।
আজ ভোর থেকে দিঘায় ঘন কুয়াশা ছিল । তাই ভোরে পুণ্যার্থীদের সংখ্যা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকতে ভিড় বেড়েছে । প্রশাসন মনে করছে গত বছরের তুলনায় এ বছর পুণ্যার্থীর সংখ্যা বেশি । তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে ওয়াচ টাওয়ার, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ৷ এছাড়া সমুদ্র সৈকতে প্রচুর পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে ।
শংকরপুর উন্নয়ন পর্ষদের তরফে পুণ্যার্থীদের মধ্যে বিলি করা হয় ছোলা ও জল-বাতাসা ৷ জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির খোলা হয়েছে । জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী বলেন, " কাঁথির সাংসদ শিশির অধিকারী ও জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের নির্দেশে আমরা গতকাল থেকে পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্য শিবির খুলেছি । তাদের মধ্যে জল- বাতাসা ও ছোলা বিলি করছি । আমাদের এই কাজে সাহায্য করছে পদিমা-1 ও 2 পঞ্চায়েত । "