কাঁথি (পূর্ব মেদিনীপুর), 17 সেপ্টেম্বর: এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নামে নিজের শহর কাঁথিতে পড়ল পোস্টার । যাতে লেখা রয়েছে, 'ডোন্ট টাচ মি, আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, শুধু চাই পুংলিঙ্গ, বাংলার বড় চোর' ৷ আর এই পোস্টার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে । শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
বিশ্বকর্মা পুজোর দিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার শুভেন্দু অধিকারী নিজের গড় কাঁথি শহরের বিভিন্ন এলাকায় তাঁর নামে এই পোস্টার (Poster) পড়ে ৷ রাজ্যের বিরোধী দলনেতার নামাঙ্কিত এই পোস্টারগুলি কে বা কারা রাতের অন্ধকারে লাগিয়ে গিয়েছে বলে অভিযোগ । এই পোস্টারে লেখা রয়েছে, 'আমি সমকামী, আমি উভয়লিঙ্গ, আমি চাই শুধু পুংলিঙ্গ, বাংলার বড় চোর'। কিন্তু কে বা কারা এই পোস্টার লাগাল তা এখনও জানা যায়নি ।
তবে বিজেপি-র অভিযোগ তৃণমূল এই পোস্টার লাগিয়েছে । এদিন সকালে কাঁথি শহরের বিভিন্ন স্থান, মহাকুমা শাসক দফতর চত্বর, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড, কাঁথি খড়গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস-সহ বিস্তীর্ণ এলাকায় এই পোস্টার লক্ষ্য করা যায় । রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জর চারপাশে পড়েছে এই পোস্টার । এমন জায়গায় লাগানো হয়েছে পোস্টারগুলি যে অধিকারী পরিবারের কোনও সদস্য বাড়ি থেকে বেরলেই চোখে পড়বে সেগুলি (Controvarcy over Poster against Suvendu Adhikari at Contai) ।