দিঘা, 11 ডিসেম্বর : তাজপুর সমুদ্র বন্দরের সাইড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি এই উদ্বোধনের কাজ সারেন ।
তাজপুর বন্দর সাইডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - বাণিজ্য
বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাজপুর সমুদ্র বন্দরের সাইড অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ৷
প্রসঙ্গত, তাজপুর বন্দরের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল কেন্দ্র-রাজ্যের মধ্যে । কেন্দ্র মুখ সরিয়ে নিলে রাজ্য সরকার নিজের উদ্যোগে 13 হাজার কোটি টাকা খরচে তাজপুর বন্দর গড়বে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । সাইড অফিসের উদ্বোধনের মাধ্যমে প্রস্তাবিত তাজপুর বন্দর প্রকল্পের কাজ আরও কয়েক ধাপ এগিয়ে গেলো বলা যায়।
আজ তাজপুর বন্দরের সাইড অফিসের উদ্বোধন ছাড়াও 3 টি প্রকল্পের MoU স্বাক্ষরিত হয়েছে । অম্বুজা শিল্পগোষ্ঠী পাঁচতারা হোটেল, শিল্পদ্যোগী নিত্যানন্দ কুণ্ডু চারতারা হোটেল এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম, বিদ্যুৎ পর্ষদের সঙ্গে বিদেশি সংস্থার আজ মোট 3 টি MoU স্বাক্ষরিত হয় । জার্মানির KFW ব্যাঙ্কের সঙ্গে রাজ্য বিদ্যুৎ পর্ষদের MoU হয়েছে সৌরবিদ্যুৎ নিয়ে । এর ফলে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে । 'লেটার অফ ইনটেন্ট' চুক্তি স্বাক্ষরিত হয়েছে শিল্প নিগম ও ইংল্যান্ডের ডিরেক্টরেট অফ ফ্রেট দপ্তরের সঙ্গে । কলকাতা টেনারিজ অ্যাসোসিয়শনের সঙ্গে ডাচ লগ্নি সংস্থার চুক্তি হয়েছে ।