পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Recovered : ময়নাতে উদ্ধার ড্রাম ভর্তি বোমা, তদন্তে পুলিশ - tmc

পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাকচা এলাকা থেকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা ৷ পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে মজুত করে রাখা হয়েছিল বোমাগুলি ৷ এই বোমা উদ্ধারকে ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

Bomb Recovered
ময়নাতে উদ্ধার ড্রাম ভর্তি বোমা

By

Published : Sep 4, 2021, 10:52 PM IST

ময়না, 4 সেপ্টেম্বর : ময়নাতে ড্রাম ভর্তি বোমা উদ্ধার ৷ তদন্তে পুলিশ ৷ ভোটের আগে থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাকচা এলাকা। বোমাবাজি, বাড়ি ভাঙচুর, লুটপাট, মারধরের ঘটনা প্রায় লেগেই থাকত ময়না বিধানসভার বাকচা, চাঁদিবেনিয়া এলাকাগুলিতে।

এইসব এলাকায় দিনের পর দিন বোমাবাজি সন্ত্রাসের ঘটনা লেগেই থাকত। বাকচার 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদিবেনিয়া এলাকায় সন্ত্রাস রুখতে জেলা পুলিশ ও ময়না থানার যৌথ উদ্যোগে একটি পুলিশ ক্যাম্প রয়েছে । সেই পুলিশ ক্যাম্প থেকে ঢিল ছোড়া দূরত্বের মধ্যে একটি পরিত্যক্ত ক্লাব ঘরে মজুত করে রাখা হয়েছিল বেশ কয়েক ড্রাম বোমা।

আরও পড়ুন :Kabul Airport Blast : সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা, কাবুল বিস্ফোরণের নিন্দায় সরব ভারত

এই দিন স্থানীয় বাসিন্দারা পরিত্যক্ত ক্লাবঘরে গিয়ে দেখতে পান কয়েকটি ড্রামে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বোমাগুলি উদ্ধার করে। আর এই বোমা উদ্ধারকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

বিজেপির অভিযোগ তৃণমূল সন্ত্রাস করার জন্য এলাকায় বোমা মজুত করে রেখেছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক বলেন, "তৃণমূলের লোকেরা বাইরে থেকে লোকজনকে নিয়ে আসে ৷ পুলিশ ক্যাম্পের পাশে পুলিশের মদতেই এখানে বোমা বাঁধার কাজ শুরু করেছিল তারা। যাতে করে তৃণমূল নতুন করে সন্ত্রাস সৃষ্টি করতে পারে । গ্রামের লোকেরা পুলিশ ক্যাম্পের পাশ থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে। আমরা সঠিক তদন্তের দাবি জানাই। আমরা সিবিআই তদন্ত চাই।"

আরও পড়ুন :Kulti Bomb: কুলটিতে বাস থেকে উদ্ধার 30টি বোমা

যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূলের তমলুক জেলা সভাপতি দেবপ্রসাদ মণ্ডল বলেন, "ময়নার বাকচা এলাকায় বিজেপির সন্ত্রাসের কারণে তৃণমূলের কোনও কর্মী-সমর্থক নেই। এটা বিজেপির সাজানো ঘটনা। বিজেপি নতুন করে সন্ত্রাস করার জন্য ড্রাম ভর্তি বোমা মজুত রেখেছিল। আজকে ধরা পড়ে গেছে, তাই তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।"

ABOUT THE AUTHOR

...view details