পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আজ রামনগরে BJP-র যোগদান মেলা - কৈলাস বিজয়বর্গীয়

দিনকয়েক আগেই রামনগরে মেগা শো করেছিলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । সেই সভার রেশ না কাটতেই আজ BJP-র যোগদান মেলা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

BJP
BJP

By

Published : Nov 21, 2020, 8:29 AM IST

কাঁথি, 21 নভেম্বর : শুভেন্দু অধিকারীর মেগা শো-র রেশ না কাটতেই আজ রামনগরে BJP-র যোগদান মেলা ৷ উপস্থিত থাকবেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাত-রা ৷

পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের রেল মাঠে BJP-র তরফে আজ যোগদান মেলা অনুষ্ঠিত হতে চলেছে । সেই উপলক্ষে গতকালই মাঠ পরিদর্শন করেন কাঁথি BJP-র সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী-সহ দলের অন্যান্য নেতারা । পরিদর্শনের পর অনুপ চক্রবর্তী বলেন, "আগামী দিনে মানুষ বুঝিয়ে দেবেন, কাকে তাঁরা নেতা করবেন । 8 থেকে 10 হাজার মানুষ মেলায় যোগ দেবেন । সেইমতো আয়োজন করা হয়েছে ।"

চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

দিনকয়েক আগেই রামনগরে মেগা শো করেছিলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । যোগ দিয়েছিলেন তাঁর অনুগামীরা । সেই সভার রেশ না কাটতেই আজ BJP-র এই মেলা । যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।

ABOUT THE AUTHOR

...view details