নন্দীগ্রাম, 17 অগস্ট : তৃণমূল-বিজপি সংঘর্ষে উত্তপ্ত নন্দীগ্রাম ৷ গতকাল নন্দীগ্রামে বিজেপির প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূল সমর্থকদের মধ্যে গণ্ডগোল বাধে ৷ সোমবার বিকেলে রেয়াপাড়ার এই ঘটনাকে ঘিরে উভয় দলের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দশজন ।
সোমবার বিকেলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের গ্রেফতারের প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল । বিক্ষোভ চলাকালীন তৃণমূলের লোকজন লাঠি, ইট নিয়ে বিজেপি সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ । এই ঘটনায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল সহ আরও 3 জন বিজেপি কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন । এই প্রসঙ্গে বিজেপির জেলা সহ-সভাপতি প্রলয় বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম । আমাদের কর্মসূচির শেষের দিকে তৃণমূলের লোকেরা হামলা চালায়, মারধর করে ।"