তমলুক, 3 মার্চ: একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেইমানি করেননি । বেইমানি করেছিল নন্দীগ্রামের তৃণমূল নেতাদের একাংশ ৷ সে কারণেই রাজ্যের ম্যাচ জিতেও নিজের আসনে হারতে হয়েছিল তৃণমূল সুপ্রিমোকে । বিধানসভা নির্বাচনের প্রায় দু’বছর পর বিস্ফোরক মন্তব্য বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পালের (BJP Leader claims TMC Leaders are responsible for Mamatas defeat in Nandigram)।
বিজেপি নেতা প্রলয়ের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে বিজেপি হারায়নি । বেশ কিছু তৃণমূল নেতাদের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরেছেন । তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে গাদা গাদা টাকা দিয়েছিলেন । আর শেখ সুফিয়ান, মহাদেব বাগ, পরিতোষ জানার মতো তৃণমূল নেতারা সেই টাকা নিজেদের কাছে রেখে দিয়েছিলেন । মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে এই মহাদেব, পরিতোষ, সুফিয়ানরা । মমতার পরাজয়ে বিজেপির কোনও ভূমিকা ছিল না । বিজেপি শুধু নির্বাচনী লড়াইটা দিয়েছিল ।"
কে এই প্রলয় পাল ?
অতীতে নন্দীগ্রামে তৃণমূলের অন্যতম দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন প্রলয় ৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দুর সঙ্গে বনিবনা না-হওয়ায় একসময় দলবদলে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তিনি । একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াই হয় মমতা বন্দ্যোপ্যাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী ৷ সেই সময় মমতা তাঁকে ফোন করে ভোটে তাঁর সাহায্য চেয়েছিলেন বলেও দাবি করেছিলেন প্রলয় ৷ ভাইরাল হয়েছিল একটি অডিয়ো ক্লিপও ৷ যাতে প্রলয়ের কাছে ভোটের সময় সাহায্য চাইতে শোনা গিয়েছিল তৃণমূল নেত্রীকে ৷ ভাইরাল হওয়া ওই অডিয়ো ক্লিপিংয়ের যাচাই করেনি ইটিভি ভারত ৷
তবে ভোটের মুখে প্রলয়ের ওই অডিয়ো ক্লিপিং জেলা তো বটেই, রাজ্য-রাজনীতিতেও শোরগোল ফেলে দিয়েছিল ৷ রাজনৈতিক বিশ্লেষকেরা বলেন, নন্দীগ্রামে হারের জন্য দলের একাংশের বেইমানিকে দুষেছিলেন মমতা ৷ এমনকি মেদিনীপুরে গিয়ে দলীয় বৈঠক থেকে সুফিয়ানকে তিরষ্কারও করেছিলেন ৷ মমতার সেই আশঙ্কা যে অমূলক ছিল না, প্রলয়ের দাবি সেটাই স্পষ্ট করল বলে মনে করছেন ওয়াকিবহাল মহল ৷
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নন্দীগ্রামের নেতা শেখ সুফিয়ান । মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্বাচনী এজেন্ট বলেন, "প্রলয় বিজেপি ছেড়ে তৃণমূলে ঢুকতে চাইছে । অনেকের সঙ্গেই যোগাযোগ করেছে । ওর বাবা তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিল । আমাদের নামে মিথ্যে অপবাদ দিয়ে ভাবছে, তৃণমূলে ঢোকার পথটা সহজ হয়ে যাবে ।"
আরও পড়ুন: মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের