হলদিয়া, 20 অক্টোবর: হলদিয়া পৌরসভার (Haldia Municipality) প্রাক্তন চেয়ারম্যান ইন-কাউন্সিল সত্যব্রত দাসকে গ্রেফতার করল পুলিশ । গতকাল রাতে টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে ৷ এর পর অবশেষে সুতাহাটা থানার পুলিশ শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' স্বপন নামে পরিচিত সত্যব্রত দাসকে গ্রেফতার করেছে ।
প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী 'ঘনিষ্ঠ' শ্যামল আদকের বিরুদ্ধে হলদিয়া পৌরসভায় একাধিক দুর্নীতির অভিযোগে উঠেছে (corruption case) । সেই অভিযোগের ভিত্তিতে মহাকুমা পুলিশ সুপার তদন্ত শুরু করেন । তদন্ত করতে গিয়ে বেশ কয়েকজন কাউন্সিলর এবং কর্মচারীর নাম উঠে আসে । তাদের ডেকে একের পর এক জেরা করতে শুরু করেছে পুলিশ ।