পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় কর্মীকে মারধরের ঘটনায় রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ BJP-র

দলীয় কর্মীকে মারধরের ঘটনায় রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ BJP-র ৷ হেড়িয়া খেজুরি রাজ্য সড়ক মিয়াঁমোড় বাঁশগড়ার কাছে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের জেলার খেজুরি থানার আমজাদ নগর এলাকায় ।

BJP
অবরোধ BJP-র

By

Published : Jul 23, 2020, 2:31 AM IST

খেজুরি,22 জুলাই : দলীয় কর্মীকে মারধরের ঘটনায় রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে অবরোধ BJP-র ৷ BJP-র শক্তি কেন্দ্রের প্রমুখকে মারধরের অভিযোগে BJP নেতা কর্মীরা হেড়িয়া খেজুরি রাজ্য সড়ক মিয়াঁমোড় বাঁশগড়ার কাছে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের জেলার খেজুরি থানার আমজাদ নগর এলাকায় । এইদিন দুপুরে কামারদা অঞ্চলের আমজাদ নগর এলাকার 155 নম্বর বুথের BJP-র শক্তি কেন্দ্রের প্রমুখ সোমপ্রকাশ মাইতি নিজের এলাকায় দলীয় ঝান্ডা লাগিয়ে বাড়িতে চলে আসেন । তার পর কয়েকজন দুষ্কৃতীরা আজ দুপুরে তাঁর উপর চড়াও হয় এবং মারধর করে বলে অভিযোগ । তার পর BJP থেকে পুলিশে এই মারধরের অভিযোগ জানানো হলে হেড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে সোমপ্রকাশ মাইতিকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় । প্রথমিক চিকিরসার পর তদন্ত কেন্দ্র নিয়ে এসে আটক করে বলে অভিযোগ । তারপর BJP তরফ থেকে হেড়িয়া খেজুরি রাজ্যসড়ক বাঁশগোড়া মিয়াঁমোড়ে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে । এর ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষদের । রাস্তা অবরোধের খবর শুনে হেড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থানে গিয়ে তাঁদেরকে বোঝানোর পর BJP-র পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়া হয় ।

BJP-র জেলা নেতা শুভ্রাংশু শেখর দাস বলেন, "এইদিন আমাদের দলে শক্তি কেন্দ্রের প্রমুখ সোমপ্রকাশ মাইতি নিজের এলাকায় দলের ঝান্ডা লাগিয়ে ছিলেন । তার পর তৃণমূলের দুষ্কৃতীরা তার উপর এসে চড়াও হয়ে মারধর করে । এই ঘটনা যখন হেড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশকে জানানো হয়, তখন সোমপ্রকাশ মাইতিকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রথমে চিকিৎসা করায় । তারপর তাকেই পুলিশ গ্রেপ্তার করে । তারই প্রতিবাদে এইদিন রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ BJP কর্মী সমর্থকরা । তারপর সোমপ্রকাশ মাইতিকে পুলিশ ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ আমরা তুলে নিই ।"


হেড়িয়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক চক্রবর্তী বলেন , "এইদিন সোমপ্রকাশ মাইতির সঙ্গে এলাকার এক যুবক অপূর্ব পাত্রের ঝামেলা হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পুলিশ দুই জনকেই থানায় তুলে নিয়ে আসে ।" তৃমমূল সুত্রে জানা যায় BJP-র ওই শক্তি কেন্দ্রের প্রমুখ সোমপ্রকাশ মাইতি স্থানীয় যুবক অপূর্ব পাত্রের কাছ থেকে চাকরি করিয়ে দেওয়ার নাম করে বহু টাকা নিয়ে ছিল বলে অভিযোগ । তারপর ওই যুবক টাকা চাইতে গেলে দুই জনের মধ্যে মারধরের ঘটনা ঘটে । পুলিশ দুইজনকে আটক করেছে ।

ABOUT THE AUTHOR

...view details