পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁশকুড়ায় তৃণমূলের ব্লক সভাপতি খুন, অভিযুক্ত BJP - CRIME

পাঁশকুড়ার তৃণমূল ব্লক সভাপতিকে খুনের অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷

মৃত তৃণমূল নেতা

By

Published : Oct 8, 2019, 12:01 AM IST

Updated : Oct 8, 2019, 10:20 AM IST

পাঁশকুড়া, 7 অক্টোবর : তৃণমূলের ব্লক সভাপতি খুন ৷ কাঠগড়ায় BJP ৷ পাঁশকুড়া ব্লকের কার্যকরী সভাপতিকে খুনের অভিযোগ উঠল BJP আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ মৃতের নাম কুরবান শাহ (৩২) । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷

স্থানীয়দের তরফে জানা গেছে, পাঁশকুড়ার মাইসোরা অঞ্চলে নিজের দলীয় কার্যালয়ে বসেছিলেন কুরবান ৷ সেই সময় কয়েকজন দুষ্কৃতী বাইকে এসে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে । এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তৃণমূল নেতার ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ ৷ তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা জানা যায়নি । যদিও তৃণমূলের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনায় যুক্ত ।

পূর্ব মেদিনীপুরের জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্রর দাবি, ''তৃণমূল কংগ্রেসে থাকাকালীন আনিসুর রহমানের বিরোধীগোষ্ঠী হিসেবে পরিচিত ছিলেন কুরবান । দু'জনে প্রকাশ্যে একাধিকবার ঝামেলায় জড়িয়ে পড়েন । পরে আনিসুর রহমান BJP-তে চলে যান ৷ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাঁকে খুন করা হয়েছে ।''

ভিডিয়োয় শুনুন প্রত্যক্ষদর্শীর বক্তব্য

যদিও BJP নেতা আনিসুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি বর্তমানে কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে রয়েছি । এই ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নেই ।"

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ মামদাদুল হাসান জানিয়েছেন, পাঁশকুড়া থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । আনিসুর ঘনিষ্ঠ তিন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ ৷

Last Updated : Oct 8, 2019, 10:20 AM IST

ABOUT THE AUTHOR

...view details