পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইকে ধাক্কা ট্রেনের, রক্ষা পেলেন আরোহী

আজ সকালে দক্ষিণ-পূর্ব রেলের ভোগপুর স্টেশনের কাছে বাইক নিয়ে রেললাইন পারাপারের সময় বাইকে ধাক্কা লাগে আপ হাওড়া খড়গপুর লোকালের ট্রেনের ৷ ট্রেনের ধাক্কায় বাইকটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় ৷ অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাইক আরোহী ।

বাইকে ট্রেনের ধাক্কা

By

Published : Nov 24, 2019, 3:31 PM IST

Updated : Nov 25, 2019, 7:43 AM IST

পাঁশকুড়া, ২৪ নভেম্বর : আজ সকালে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে গেল বাইক ৷ তার সঙ্গে আপ হাওড়া খড়গপুর লোকালের ট্রেনটি বিকল হয়ে যায় । আর এই ভয়ানক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই বাইকের আরোহী । দুর্ঘটনাটি দক্ষিণ-পূর্ব রেলের ভোগপুর স্টেশনের কাছে ঘটে । স্থানীয় সূত্রে জানা গেছে, ভোগপুর স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি পথ ধরে রেললাইন পারাপার করে আসছেন । ওই এলাকায় কোনও আন্ডারপাস বা ফ্লাইওভার নেই ৷ তাই তাঁরা বহুদিন ধরে রেলের কাছে একটি আন্ডারপাস বা ফ্লাইওভার তৈরি করার দাবি জানিয়ে আসছিলেন ৷ কিন্তু রেলের তরফ থেকে সেই কাজ সম্পন্ন না হওয়ায় এলাকার বাসিন্দারা নিজেরাই একটি ক্রসিং তৈরি করে ফেলেন । আর সেই ক্রসিং দিয়েই যাতায়াত করেন রেললাইনের উভয় পাশের সাধারণ বাসিন্দারা।

অন্যান্য দিনের মতো আজ সকালে এলাকারই এক বাসিন্দা নতুন বাইকে কয়েক বস্তা পেঁয়াজ নিয়ে রেললাইন পার হয়ে ভোগপুর বাজারের দিকে যাচ্ছিলেন । সে সময় দ্রুতগতিতে হাওড়া থেকে খড়গপুর এর দিকে যাচ্ছিল একটি লোকাল ট্রেন । খুব কাছাকাছি ট্রেনটি চলে আসার কারণে ওই ব্যক্তি কোনওরকমে বাইকটিকে রেল লাইনের মাঝে ফেলে রেখে চলে যান । অল্পের জন্য ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও বাইকটি দুমড়ে-মুচড়ে ট্রেনের তলায় চলে যায় । কোনওরকমে গতি নিয়ন্ত্রণ করে ট্রেনের চালক ভোগপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালেও ট্রেনটি বিকল হয়ে যায় ।

খবর পেয়ে পাঁশকুড়া ও মেচেদা থেকে GRP ও RPF এসে পৌঁছায় ঘটনাস্থানে । পাঁশকুড়া মেচেদার কারশেড থেকে রেলের ইঞ্জিনিয়ার ও মেকানিকরা ঘটনাস্থানে এসে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে বের করে আনে এবং ট্রেনটিকে পার্শ্ববর্তী অন্য লাইনে নিয়ে যায় । রেল সূত্রের খবর, এই ঘটনার জন্য ট্রেন চলাচলে কোনওরকম ব্যাঘাত ঘটেনি । পাঁশকুড়া GRP থানার OC অসীম পাত্র জানিয়েছেন, "বাইকটি সম্পূর্ণ নতুন ছিল । এখনও নম্বর প্লেট না হওয়ায় বাইকের মালিকের নাম জানা সম্ভব হয়নি । বাইকের মালিকের খোঁজ চলছে ।"

Last Updated : Nov 25, 2019, 7:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details