এগরা, 20 মার্চ : শুভেন্দু অধিকারী ৷ বর্তমান রাজ্য রাজনীতিতে সবথেকে চর্চিত নাম ৷ লড়ছেন এবারের সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম থেকে ৷
জার্সিবদলের পর থেকে প্রায় প্রতিদিনই আক্রমণ শানিয়েছেন অভিষেকের বিরুদ্ধে ৷ কখনও তোলাবাজ ভাইপো... আবার কখনও বা অন্য কোনও বিশেষণ ৷ লিফট-প্যারাস্যুট তত্ত্বও খাড়া করেছিলেন ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেন, সেইসময় মুখে কোনও নাম না নিলেও লিফট প্যারাস্যুট প্রসঙ্গে মমতার ভ্রাতৃষ্পুত্র তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেছেন তিনি ৷
শুভেন্দু দলত্যাগী হওয়ার পর থেকেই একটি প্রশ্ন ঘোরাফেরা করে আসছে রাজনীতির আনাচে কানাচে ৷ কার উপর বেশি রাগ শুভেন্দুর -- মমতা নাকি অভিষেক ! আজ সেই প্রশ্ন করতেই সোজা উত্তর, আমার কারও উপর রাগ নেই ৷ আমি বাংলার বেকার যুবক-যুবতির প্রতি এবং বাংলার আপামর মানুষের কাছে দায়বদ্ধ ৷ বাংলার মানুষ প্রতারিত হয়েছেন ৷ যুবক-যুবতিরা প্রতারিত হয়েছেন ৷ কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার সুবিধা পাননি ৷ মহিলার অত্যাচারিত হয়েছেন ৷" আর সেই কারণেই তিনি বিদ্রোহ করেছেন বলে জানিয়ে দেন শুভেন্দু ৷
তবে এতদিন পর কেন অভিষেকের বিরুদ্ধে কেন মুখ খুলছেন শুভেন্দু ? সেই প্রশ্নের অবশ্য কোনও উত্তর মেলেনি ৷ প্রশ্ন করতেই সাংবাদিককে এড়িয়ে যান তিনি ৷