পাঁশকুড়া, 6 মে : "মুখ্যমন্ত্রী খুব অশিক্ষিত । উনি আগে শিক্ষার জায়গায় পৌঁছাক । আমি যে শিক্ষা প্রাপ্তি করেছি সেটা আগে করে দেখাক । রাস্তায় দাঁড়িয়ে চমকিয়ে ধমকিয়ে লাভ হবে না ভারতী ঘোষকে ।" মমতা ব্যানার্জিকে আক্রমণ করলেন ভারতী ঘোষ ।
শনিবার চন্দ্রকোনা রোডে সভা রোড শো করার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করতে যান ঘাটালে । সেখানে তিনি বলেন, "ভারতী ঘোষ IPS অফিসার থাকাকালীন নানারকম SMS করত । যা প্রকাশ্যে আনলে মানুষ ভারতী ঘোষকে একটি ভোটও দেবে না ।" ভারতী ঘোষকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "অবিলম্বে তৃণমূল নেতাদের ভয় দেখানো বন্ধ করুন । আপনার বিরুদ্ধে যে কেস দেওয়া আছে তা বাদেও অন্য কেসে আপনাকে জেল খাটাতে পারি ।"