হলদিয়া, ৪ মে : ফের হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হলেন বছর 75-এর এক বৃদ্ধ । গতকাল তাঁর সোয়াব নমুনা সংগ্রহ করে হলদিয়া মহকুমা হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে টেস্টের জন্য পাঠানো হয়েছিল । আজ সকালে সেই রিপোর্ট আসে । জানা যায়, ওই বৃদ্ধ কোরোনা পজ়িটিভ । তারপরই আক্রান্ত বৃদ্ধকে চিকিৎসার জন্য পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে পাঠানো হয়েছে ।
স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, ওই বৃদ্ধ 6-7 দিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন । এলাকার স্বাস্থ্যকর্মীদের কাছে সেই খবর পৌঁছাতেই 2 মে তাঁকে চিকিৎসার জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তিনি আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন ছিলেন । গতকাল তাঁর সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় । সেই রিপোর্ট আজ সকাল হাসপাতালে এলে জানা যায় তিনি কোরোনায় আক্রান্ত ।