হলদিয়া, 27 নভেম্বর : বাড়িতে পুকুরের সামনে লাগানো রয়েছে CCTV ক্যামেরা ৷ তা দিয়েই ক্যামেরাবন্দি হচ্ছিল মহিলাদের স্নানের দৃশ্য ৷ এমনই অভিযোগ উঠল এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে ৷ ঘটনাস্থান হলদিয়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের দেবনাথ পাড়া এলাকা ৷ CCTV খুলে নেওয়ার দাবিতে এলাকায় বিক্ষোভে নামে স্থানীয় বাসিন্দারা ৷ পরে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থানে এসে পরিস্থিতি সামাল দেয় ৷
CCTV-তে মহিলাদের স্নানের দৃশ্য ক্যামেরাবন্দি করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ স্থানীয় সূত্র মারফত জানানো হয়েছে ওই ব্যক্তি ভবানীপুর থানা এলাকার বাসিন্দা এবং বর্তমানে রাজ্য ভূমি দপ্তরে কর্মরত ৷ নাম বিল্বপদ নাথ ৷ কিছুদিন আগেই বাড়িতে নিজেদের নিরাপত্তার কারণে CCTV ক্যামেরা লাগিয়েছিলেন তিনি । বাড়ির সঙ্গে লাগোয়া একটি পুকুরে এলাকার মহিলারা নিয়মিত স্নান করেন ৷ CCTV-টি পুকুরের দিকে তাক করে লাগানো ছিল । ফলে এলাকার মহিলারা নিরাপত্তাজনিত অভাব বোধ করেন ৷ সেই কারণে এলাকাবাসীরা ওই CCTV খুলে নেওয়ার আবেদন জানিয়েছিলেন ।
স্থানীয়দের অভিযোগ, ক্যামেরা খুলে নেওয়ার দাবি জানানোয় ক্যামেরায় থাকা ফুটেজ ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি । এই কারণেই এলাকার বাসিন্দারা বিল্বপদ নাথের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে ভবানীপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় । পরিবারের লোকের সঙ্গে আলোচনা করে বাড়িতে থাকা CCTV খুলে দেয় পুলিশ । ক্যামেরাতে মহিলাদের স্নানের দৃশ্য রেকর্ড করার অভিযোগ অস্বীকার করা হয়েছে পরিবারের তরফে । নিজেদের নিরাপত্তার কারণেই CCTV ক্যামেরা লাগানো হয়েছিল বলে জানিয়েছেন তাঁরা ।