কাঁথি, 9 সেপ্টেম্বর : বিজেপি করার অপরাধে জমি লিখে দেওয়ার নিদান তৃণমূল নেতাদের ৷ লিখে না দেওয়ায় বাড়ি ভাঙচুর ও লুঠপাট-সহ বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত বিজেপি কর্মী কৌশিক গুড়িয়াকে হাসপাতালে ভর্তি করা হয় ৷
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের উত্তর কাঁথি এলাকা কুলঞ্জরা গ্রামে । আহত কৌশিক গুড়িয়া জানান, বাবা নাড়ু গুড়িয়া দীর্ঘদিন ধরে সিপিআইএম করতেন । সেইজন্য দীর্ঘ 10 বছর ধরে রাজনৈতিক অত্যাচারে ঘর ছাড়া রয়েছেন । মা সরস্বতী গুড়িয়া ও বোন আরতি গুড়িয়াকে নিয়ে কৌশিক গ্রামের বাড়িতে থাকেন । এরপর সিপিআইএম ছেড়ে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেন তাঁরা । খেতে না পেয়ে ও চিকিৎসার অভাবে নাড়ু গুড়িয়ার মা কমলা গুড়িয়া মারা যান । এরপর তাঁর শ্রাদ্ধশান্তির কাজ করতে গেলে স্থানীয় তৃণমূলের লোকেরা বাধা দেয় বলে অভিযোগ ।
বিজেপি করার অপরাধে তাঁকে এক বিঘে সম্পত্তি গ্রামের নামে লিখে দিতে বলা হয় বলে অভিযোগ আহত বিজেপি কর্মী কৌশিকের । এদিন তিনি আরও জানান, ওদের কথা মত এক বিঘে সম্পত্তি না লিখে দেওয়ায় বুধবার রাতে গ্রামে সালিশি সভা বসানো হয় । সেই সভায় এক বিঘা জমি লিখে দিতে বলা হয় । লিখতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ কৌশিকের ।