কাঁথি, 3 সেপ্টেম্বর : শিক্ষা দফতরে নিয়োগের দাবিতে রাজ্যের মত্স্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে ধরনায় বসলেন চাকরিপ্রার্থীরা । তাঁদের অভিযোগ, 12 বছর ধরে অপেক্ষা করার পরেও মেলেনি চাকরি । মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও একের পর এক নিয়োগের ক্ষেত্রে কেবল ব্যর্থতারই শিকার হয়েছেন তাঁরা ৷ সর্বশিক্ষা মিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চললেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষকদের জন্য কোনও পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ ।
আরও পড়ুন :Kanthi : দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কাঁথি মহকুমা হাসপাতালে
পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের থানাপুকুরপাড়ে বাড়ি মৎস্যমন্ত্রী অখিল গিরির ৷ সেই বাড়ি সামনে শুক্রবার অবস্থান বিক্ষোভের সামিল হলেন প্রায় 30 জন চাকরিপ্রার্থী । ঘটনার সময় মৎস্যমন্ত্রী অখিল গিরি ও তাঁর পরিবারের কোনও সদস্য বাড়িতে ছিলেন না ।
বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ । তবে কাঁথি থানার পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয় ৷ এখন পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মৎস্যমন্ত্রীর । যদিও আন্দোলনকারীদের দাবি, ‘‘মৎস্যমন্ত্রীকে আমাদের নিয়োগের দাবি জানতে এসেছি । আমাদের খুব দ্রুত নিয়োগ করতে হবে ৷’’ বিক্ষোভকারীদের দাবি, চাকরি না হলে খেলা হবে স্লোগানের সঙ্গে আত্মহত্যার স্লোগানও যোগ হবে ৷