পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

contai : কাঁথিতে মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ - Akhil Giri

পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের থানাপুকুরপাড়ে বাড়ি মৎস্যমন্ত্রী অখিল গিরির ৷ সেই বাড়ির সামনে শুক্রবার অবস্থান বিক্ষোভের সামিল হলেন প্রায় 30 জন চাকরিপ্রার্থী ।

agitation outside Fisheries minister house at contai
কাঁথিতে মৎস্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ চাকরিপ্রার্থীদের

By

Published : Sep 3, 2021, 6:57 PM IST

কাঁথি, 3 সেপ্টেম্বর : শিক্ষা দফতরে নিয়োগের দাবিতে রাজ্যের মত্‍স্যমন্ত্রী অখিল গিরির বাড়ির সামনে ধরনায় বসলেন চাকরিপ্রার্থীরা । তাঁদের অভিযোগ, 12 বছর ধরে অপেক্ষা করার পরেও মেলেনি চাকরি । মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও একের পর এক নিয়োগের ক্ষেত্রে কেবল ব্যর্থতারই শিকার হয়েছেন তাঁরা ৷ সর্বশিক্ষা মিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চললেও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষকদের জন্য কোনও পদক্ষেপ করা হয়নি বলেই অভিযোগ ।

আরও পড়ুন :Kanthi : দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কাঁথি মহকুমা হাসপাতালে

পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরের থানাপুকুরপাড়ে বাড়ি মৎস্যমন্ত্রী অখিল গিরির ৷ সেই বাড়ি সামনে শুক্রবার অবস্থান বিক্ষোভের সামিল হলেন প্রায় 30 জন চাকরিপ্রার্থী । ঘটনার সময় মৎস্যমন্ত্রী অখিল গিরি ও তাঁর পরিবারের কোনও সদস্য বাড়িতে ছিলেন না ।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ । তবে কাঁথি থানার পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেয় ৷ এখন পর্যন্ত এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি মৎস্যমন্ত্রীর । যদিও আন্দোলনকারীদের দাবি, ‘‘মৎস্যমন্ত্রীকে আমাদের নিয়োগের দাবি জানতে এসেছি । আমাদের খুব দ্রুত নিয়োগ করতে হবে ৷’’ বিক্ষোভকারীদের দাবি, চাকরি না হলে খেলা হবে স্লোগানের সঙ্গে আত্মহত্যার স্লোগানও যোগ হবে ৷

আরও পড়ুন :CBI vs CID : নন্দীগ্রামে একই দিনে সিবিআই এবং সিআইডি, রাজনীতির গন্ধ পাচ্ছে বিজেপি

এক বিক্ষোভকারী অভিযোগ, ‘‘আমাদের গত 12 বছর ধরে বঞ্চিত করা হচ্ছে । নির্বাচনে সময় নন্দীগ্রামের জনসভায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমাদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ করবেন । কিন্তু তা আজ পর্যন্ত হয়নি । তাহলে আমরা কোথায় যাব ?’’

একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘‘প্রথম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্কুলেই কম বেশি বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা রয়েছে । কিন্তু, তারপরেও আমাদের নিয়োগ করা হচ্ছে না । অথচ প্রয়োজনীয় সমস্ত শংসাপত্র ও কোর্সের ডিগ্রি সবই রয়েছে । তাহলে কেন আমরা আমাদের ন্যায্য দাবির কথা তুলব না । মৎস্যমন্ত্রী অখিল গিরি মারফত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে চাই ৷ পুজোর আগে আমাদের নিয়োগ করতে হবে ৷’’

আরও পড়ুন :TMCP Foundation Day : ভূতের ভোটে জিতে বিধানসভাতে গিয়েছেন শুভেন্দু, কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদ নেতার

ABOUT THE AUTHOR

...view details