হলদিয়া, 5 মে : হলদিয়ায় কোরোনায় আক্রান্ত হলেন 62 বছরের এক প্রৌঢ় । তিনি মাখনবাবুর বাজার এলাকার একটি আবাসনে থাকেন । গতকাল গভীর রাতে তাঁর সোয়াব টেস্টের রিপোর্ট আরজি কর মেডিকেল কলেজ থেকে হলদিয়া মহকুমা হাসপাতালে পৌঁছায় ৷ জানা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । আজ ভোরে তাঁকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ় কয়েকদিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন । সন্দেহ হওয়ায় হলদিয়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা শনিবার তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করে ৷ এরপর তা কলকাতায় পাঠানো হয় । গতরাতে সেই টেস্টের রিপোর্ট হলদিয়া মহকুমা হাসপাতালে এসে পৌঁছায় । রিপোর্ট পজ়িটিভ হওয়ায় রাতেই তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় । ভোরে স্থানান্তরিত করা হয় পাঁশকুড়ার একটি কোরোনা হাসপাতালে । সেই সঙ্গে তাঁর পরিবারের প্রত্যেককে আইসোলেশনে পাঠানো হয়েছে ৷