হলদিয়া, 16 সেপ্টেম্বর: রাজ্যে বিধানসভা নির্বাচনে পর ভোট পরবর্তী হিংসার মামলায় শনিবার হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের । 19 সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত । 2021 সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার মামলায় শনিবার হলদিয়া মহাকুমা আদালতে আত্মসমর্পণ করেন নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ-সভাপতি আবু তাহের । সিবিআই বারবার নোটিশ দেওয়ায় চাপ বাড়ছিল এই তৃণমূল নেতার । এই পরিস্থিতিতে শনিবার তিনি হলদিয়া মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন ৷
ভোটের পর নানা জায়গায় অশান্তির মামলায় নাম জড়ায় আবু তাহেরের । নন্দীগ্রামের চিল্লগ্রামে বিজেপি কর্মী দেবব্রত মাইতি হত্যা মামলা-সহ একাধিক ঘটনায় তাঁর নাম জড়ায়। বহুদিন ধরে তিনি পুলিশের খাতায় ফেরার ছিলেন । এই মামলায় আবু তাহের কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন । কিন্তু জামিন নামঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । এরপর তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন । সুপ্রিম কোর্ট নিম্ন আদালতে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেয় ।