কাঁথি, 3 ডিসেম্বর:শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) প্রভাত কুমার কলেজের মাঠে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সভাস্থল থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির দূরত্ব মেরেকেটে 100 মিটার ৷ অভিষেকের এই সভাস্থল নিয়ে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দলনেতার ৷ এমনকী, এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাও রুজু করা হয় ৷ কিন্তু, আদালত সভা করার উপর কোনও নিয়ন্ত্রণ জারি করেনি ৷ তবে, সভায় শব্দবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারীদের বাড়ির নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না-হয়, পুলিশকে তা নিশ্চিত করতেও বলা হয়েছে ৷
যে মাঠে অভিষেকের সভা করা নিয়ে শুভেন্দু আপত্তি তুলেছিলেন, কেন সেই মাঠকেই সভাস্থল হিসাবে বেছে নেওয়া হল, তার উত্তর দিয়েছেন অভিষেক নিজেই ৷ আর সেই উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কার্যত দুর্নীতির খতিয়ান তুলে ধরেছেন অভিষেক ৷ কী বলেছেন তিনি ? অভিষেক প্রথমে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, "আজ এখানে কেন সভা করতে এলাম, জানেন ?" প্রশ্নের উত্তর নিজেই দেন অভিষেক ৷ তাঁর দাবি, 2015 সালে এই প্রভাত কুমার কলেজেই একটি গার্লস হস্টেল করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৷ তার জন্য প্রথমে টেন্ডার ডাকা হয়েছিল 1 কোটি 15 লক্ষ টাকা ৷ কিন্তু পরবর্তীতে মোট তিন দফায় এই প্রকল্পের টেন্ডার করা হয় ! 1 কোটি 15 লক্ষ টাকার কাজে মেটানো হয় 2 কোটি 20 লক্ষ টাকা ! সেই কাজ করে তরুণিতা এন্টারপ্রাইজ নামে রানিচকের একটি ঠিকাদার সংস্থা ৷