পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Banerjee Rally: 'এখানে কেন সভা করতে এলাম, জানেন ?' জনতাকে করা প্রশ্নেও শুভেন্দুকে খোঁচা অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) প্রভাতকুমার কলেজের মাঠকেই কেন সভাস্থল হিসাবে বেছে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ? সভামঞ্চে তিনি নিজেই এর জবাব দিলেন ৷

Abhishek Banerjee slams Suvendu Adhikari over corruption issue from Contai Rally
Abhishek Banerjee Rally: 'এখানে কেন সভা করতে এলাম, জানেন ?' জনতাকে করা প্রশ্নেও শুভেন্দুকে খোঁচা অভিষেকের

By

Published : Dec 3, 2022, 6:51 PM IST

কাঁথি, 3 ডিসেম্বর:শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথির (Contai) প্রভাত কুমার কলেজের মাঠে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ সভাস্থল থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বাড়ির দূরত্ব মেরেকেটে 100 মিটার ৷ অভিষেকের এই সভাস্থল নিয়ে আপত্তি ছিল রাজ্যের বিরোধী দলনেতার ৷ এমনকী, এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলাও রুজু করা হয় ৷ কিন্তু, আদালত সভা করার উপর কোনও নিয়ন্ত্রণ জারি করেনি ৷ তবে, সভায় শব্দবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারীদের বাড়ির নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না-হয়, পুলিশকে তা নিশ্চিত করতেও বলা হয়েছে ৷

যে মাঠে অভিষেকের সভা করা নিয়ে শুভেন্দু আপত্তি তুলেছিলেন, কেন সেই মাঠকেই সভাস্থল হিসাবে বেছে নেওয়া হল, তার উত্তর দিয়েছেন অভিষেক নিজেই ৷ আর সেই উত্তর দিতে গিয়ে শুভেন্দু অধিকারী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কার্যত দুর্নীতির খতিয়ান তুলে ধরেছেন অভিষেক ৷ কী বলেছেন তিনি ? অভিষেক প্রথমে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, "আজ এখানে কেন সভা করতে এলাম, জানেন ?" প্রশ্নের উত্তর নিজেই দেন অভিষেক ৷ তাঁর দাবি, 2015 সালে এই প্রভাত কুমার কলেজেই একটি গার্লস হস্টেল করার প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৷ তার জন্য প্রথমে টেন্ডার ডাকা হয়েছিল 1 কোটি 15 লক্ষ টাকা ৷ কিন্তু পরবর্তীতে মোট তিন দফায় এই প্রকল্পের টেন্ডার করা হয় ! 1 কোটি 15 লক্ষ টাকার কাজে মেটানো হয় 2 কোটি 20 লক্ষ টাকা ! সেই কাজ করে তরুণিতা এন্টারপ্রাইজ নামে রানিচকের একটি ঠিকাদার সংস্থা ৷

আরও পড়ুন:কাঁথির সভামঞ্চ থেকে 'বিশ্বাসঘাতক ও বেইমানমুক্ত মেদিনীপুর' গড়ার ডাক অভিষেকের

অভিষেকের স্পষ্ট ইঙ্গিত, শুভেন্দুর মদতেই এই অনিয়ম ঘটেছে ৷ এছাড়া, হলদিয়াতেও শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে নানা অনিয়ম করেছেন বলে অভিযোগ করেন অভিষেক ৷ একইসঙ্গে জানান, এখন সেসব বন্ধ হয়ে গিয়েছে ৷ "কিছুদিন আগে হলদিয়ায় গিয়েছিলাম ৷ তারপর সবাই জানে কেমন পরিবর্তন হয়েছে সেখানে ৷ সেখানে কাজ পেতে গেলে আর কোনও দাদাকে ধরতে হয় না ৷ টাকার বিনিময়ে চাকরি হয় না ৷ চাকরি হয় শ্রমিকের স্বার্থ ৷" লক্ষ্যণীয় বিষয় হল, নিয়োগ দুর্নীতিতে এখন রাজ্যের শাসকদল জেরবার ৷ সেই প্রেক্ষাপটে এদিন পালটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলেছেন অভিষেক ৷

শুভেন্দুর এদিনের ডায়মন্ড হারবারের সভা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি অভিষেক ৷ তাঁর বক্তব্য, "আমি তো হাইকোর্টে মামলা করতে যাইনি ৷ অথচ, আমি এখানে সভা করছি বলে মামলা করেছে ৷ যাতে আমি এখানে আসতে না পারি ৷ তুমিও ডায়মন্ড হারবারে সভা করছো ৷ কই, আমি তো মামলা করতে যাইনি ৷ তবে, সেখানে নাকি মঞ্চ বাঁধার ডেকোরেটর পাচ্ছে না ৷ বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাধা দিচ্ছে ৷ আরে সরাসরি একবার অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ফোন কর না ৷ আমিই ডেকরেটরের ব্যবস্থা করে দেব ৷"

ABOUT THE AUTHOR

...view details