দুর্গাচক, ১৬ ফেব্রুয়ারি : ছেলেধরা সন্দেহে এক যুবককে গণপিটুনি দেওয়া হল। যুবকের নাম তপন জানা(৩৫)। হলদিয়া থানার দেভোগ এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হলদিয়ার দুর্গাচক থানার ভাগ্যবন্তপুরের। মারধরের অভিযোগে দুর্গাচক থানার পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে।
গুজবের জেরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি যুবককে - durgachak
ছেলেধরা সন্দেহে তপন জানা নামে এক যুূবককে গণপিটুনি দেওয়া হল।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় তপন নামে ওই যুবক তার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসেন দুর্গাচক এলাকায়। প্রেমিকার বাড়ি খুঁজে না পেয়ে ফোনে কথা বলতে বলতে এলাকায় ঘুরছিলেন তিনি।
অভিযোগ, সেই সময় এলাকার কিছু যুবক তাকে ঘিরে ধরে ভাগ্যবন্তপুর পুলের কাছে। তপন অসংলগ্ন উত্তর দিতে শুরু করে এবং সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, স্থানীয়রা তাকে ধরে ফেলে। তারপর ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় তপনকে। পুলিশ ঘটনাস্থান থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে।
দুর্গাচক থানার OC বিপ্লব হালদার বলেন, "আমরা নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছি, গুজবে কান দেবেন না। আইন নিজের হাতে তুলে নেবেন না। তা সত্ত্বেও একের পর এক এমন ঘটনা ঘটে চলেছে। ভাগ্যবন্তপুরে যুবককে মারধরের ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে, দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।"