পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়েকে মাথা কেটে খুন করল মা - পূর্ব মেদিনীপুর

বিশেষভাবে সক্ষম বালিকাকে খুনের অভিযোগ মানসিক ভারসাম্যহীন মায়ের বিরুদ্ধে ৷ পূর্ব মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ পুলিশ অভিযুক্ত সাগরিকা পাত্র ও তার স্বামীকে আটক করেছে ৷

a-mentally-imbalance-lady-killed-her-daughter-in-khejuri-east-medinipur
বিশেষভাবে সক্ষম বালিকাকে খুনে অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন মা

By

Published : Jun 2, 2021, 7:51 PM IST

Updated : Jun 2, 2021, 8:10 PM IST

খেজুরি, 2 জুন : বিশেষভাবে সক্ষম মেয়েকে মাথা কেটে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে ৷ বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের খেজুরির বিদ্যাপীঠ এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনায় অভিযুক্ত সাগরিকা পাত্র মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে ৷ পুলিশ সাগরিকা পাত্র ও তাঁর স্বামীকে আটক করেছে ৷

পুলিশ সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের খেজুরির বিদ্যাপীঠ এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাত্র ৷ তাঁর স্ত্রী সাগরিকা পাত্র এবং মেয়েকে নিয়ে সংসার ৷ বাড়ি থেকে কিছুটা দূরে একটি ভাড়ার মোবাইল সারানোর দোকান রয়েছে বিশ্বজিৎ পাত্রের ৷ লকডাউনের মধ্যে তিনি তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে ভাড়ার দোকানের পিছনে একটি ঘরে থাকছিলেন ৷ আজ সকালে তিনি মোাইল সারাইয়ের সরঞ্জাম কিনতে বেরোন ৷ সেই সময় তাঁর স্ত্রী ও মেয়ে ঘরে ছিল ৷ সেই সময় সাগরিকা পাত্র মেয়ের গলায় ধারালো অস্ত্রের কোপ মারেন ৷

আরও পড়ুন : বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, প্রতিবেশীর হাতে যুবক খুন

স্থানীয়দের দাবি, তাঁদের মধ্যে কখনও ঝগড়া অশান্তি হয়নি ৷ কিন্তু, হঠাৎ এই ঘটনায় প্রতিবেশীরা সবাই অবাক ৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷ সেই সঙ্গে অভিযুক্ত সাগরিকা পাত্রকে আটক করা হয়েছে ৷ সেই সঙ্গে বিশ্বজিৎ পাত্রকেও পুলিশ আটক করে নিয়ে গিয়েছে ৷ কেন সাগরিকা নিজের মেয়েকে মারল? পুলিশ তা জানতে তদন্ত শুরু করেছে ৷

Last Updated : Jun 2, 2021, 8:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details