পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়ের বিয়ের টাকা জোগাড় করতেই দিঘায় হোটেল মালিককে খুন - খুন

মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে হোটেল মালিককে খুনের অভিযোগ ৷ গত 19 জুন দিঘার এক হোটেল মালিককে খুনের ঘটনায় আসবাবপত্রের কারিগরকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই ঘটনায় এবার খুনের আসল কারণ পুলিশের সামনে এসেছে ৷

a-hotel-owner-murder-by-a-carpenter-in-digha-east-medinipur
মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে দিঘায় হোটেল মালিককে খুনের অভিযোগ

By

Published : Jun 27, 2021, 3:24 PM IST

দিঘা, 27 জুন : গত 19 জুন সুব্রত সরকার নামে দিঘার এক হোটেল মালিককে শ্বাসরোধ করে খুনের ঘটনা ঘটে ৷ যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 23 তারিখ ওই হোটেলের আসবাবপত্রের কারিগর শেখ জামিল শা-কে গ্রেফতার করে পুলিশ ৷ সেই খুনের ঘটনায় এবার আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে শেখ জামিল হোটেল মালিককে খুন করেছে বলে জানতে পেরেছে পুলিশ ৷ ধৃতের কাছ থেকে প্রায় সাড়ে 4 লাখ টাকা নগদ, গয়না সহ একাধিক মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে ৷

আজ পুলিশের তরফে জানানো হয়েছে, হোটেলের আসবাবপত্র তৈরি করত অভিযুক্ত শেখ জামিল ৷ পুলিশি জেরায় জামিল জানিয়েছে, খুন করার কয়েকদিন আগে সে হোটেল মালিকের থেকে তার পাওনা টাকা আনতে গিয়েছিল ৷ তখনই আলমারি টাকা, গয়না সহ একাধিক মূল্যবান সামগ্রী দেখেছিল ৷ সেই টাকা ও গয়না চুরির পরিকল্পনা করেছিল জামিল ৷ সেই মতো হোটেলের মালিক সুব্রত সরকারকে খুনের পরিকল্পনাও করে সে ৷ 19 জুন রাতে জামিল হোটেলের একটি কাঁচের ছোট দরজা দিয়ে ঘরের ভিতরে ঢোকে জামিল ৷ পরিকল্পনা মতো দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে সুব্রত সরকারকে খুন করে ৷ তারপর আলমারি ভেঙে নগদ 5 লাখ টাকা, প্রায় 2 লাখ টাকার সোনার গয়না, রুপোর মূর্তি ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে শেখ জামিল ৷ এমনকি সিসিটিভি ফুটেজ মুছতে কম্পিউটারের হার্ডডিস্কও খুলে নিয়ে গিয়েছিল সে ৷ শেখ জামিলকে গ্রেফতারের পর তার কাছ থেকে সাড়ে 4 লাখ টাকা উদ্ধার করা হয়েছে ৷ বাকি সোনার গয়না সহ অন্যান্য সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন : ভাঙড়ে কাকার হাতে ভাইপো-সহ 2 জন খুন

পুলিশকে জেরায় শেখ জামিল জানিয়েছে, তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই কাজ সে করেছে ৷ এমনকি তাকে যাতে কেউ সন্দেহ না করেন, তার জন্য খুনের পর সুব্রত সরকারের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছিল জামিল ৷ শেষকৃত্যেও হাজির হয়েছিল সে ৷ তবে, শেখ জামিলের বিরুদ্ধে এর আগে কোনও অপরাধের অভিযোগ নেই বলে জানিয়েছেন তদন্তকারীরা ৷ বর্তমানে শেখ জামিল 5 দিনের পুলিশ হেফাজতে রয়েছে ৷ তার বিরুদ্ধে খুন, চুরি-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details