পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত সন্দেহে তমলুকের আরও 9 জন আইসোলেশনে

ফের কোরোনায় আক্রান্ত সন্দেহে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আরও 9 জন বাসিন্দাকে পাঠানো হল আইসোলেশনে ৷ তাদেরকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আইসোলেশন বিভাগে ভরতি করা হয়।

PanshcuraSuper speciality Hospital
পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল

By

Published : Apr 9, 2020, 1:46 PM IST

তমলুক, 9 এপ্রিল: ফের কোরোনায় আক্রান্ত সন্দেহে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের আরও 9 জন বাসিন্দাকে পাঠানো হল আইসোলেশনে। আজ তাঁদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে ভরতি করা হয়। প্রত্যেকের শরীরেই কোরোনার উপসর্গ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাঁদের সোয়াব সংগ্রহ করে টেস্টের জন্য কলকাতায় নাইসেডে পাঠানো হবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই তমলুকের ওই এলাকায় কোরোনায় আক্রান্ত হয়েছেন মোট 7 জন। আজ আইসোলেশনে যাওয়া 9 বাসিন্দাই তাঁদের মধ্যে 2 জনের সংস্পর্শে এসেছিলেন। 31 মার্চ রাতে তমলুকের বাসিন্দা পান ব্যবসায়ী যিনি কোরোনায় আক্রান্ত হয়েছিলেন, তাঁর পরিবারের মোট 6 জনের শরীরে এদিন নতুন করে কোরোনার উপসর্গের দেখা মেলে। অপরদিকে ওই ব্যবসায়ীকে এলাকার যে স্থানীয় চিকিৎসক চিকিৎসা করেছিলেন তিনিও কোরোনা আক্রান্ত হন পরে। ওই চিকিৎসক যেসব রোগীকে দেখেছিলেন তাঁদের মধ্যে আজ 3 জনের শরীরে কোরোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয়। প্রত্যেকেই গতকাল থেকে জ্বর, সর্দি -কাশি ও শ্বাসকষ্টে ভুগতে শুরু করেছেন। এলাকার স্বাস্থ্যকর্মীরা খবর পেয়ে জেলা স্বাস্থ্য বিভাগে জানালে তাঁদের চিকিৎসার জন্য পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের আইসোলেশন বিভাগে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।


এবিষয়ে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শচীন্দ্রনাথ রজক জানিয়েছেন, ‘‘নতুন করে হাসপাতালের আইসোলেশনে মোট 9 জনকে ভরতি করা হয়েছে। তাঁদের সোয়াব সংগ্রহ করে কলকাতায় পাঠানো হচ্ছে টেস্টের জন্য। রাতে রিপোর্ট এলে জানা যাবে তাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন কিনা।’’

ABOUT THE AUTHOR

...view details