পাঁশকুড়া, 28 জুলাই: কোরোনায় আক্রান্ত হয়ে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের । আজ ভোর পাঁচটা নাগাদ তাঁর মৃত্যু হয়। অপরদিকে পাঁশকুড়ার কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল 39 জন । তাদের মধ্যে 11 জন মহিলা রয়েছে । আজ বিকেল নাগাদ সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের অ্যাম্বুলেন্স ও বাসে করে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয় । তাদের 14 দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।
আজ বিকেল 5টা নাগাদ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে 39 জন কোরোনা আক্রান্ত । তাদের মধ্যে রয়েছে দিঘা ব্লকের দু'জন, কোলাঘাট ব্লকের ন'জন, তমলুক ব্লকের সাতজন, মহিষাদল ব্লকের তিনজন, পাঁশকুড়া ব্লকের সাতজন, ময়না ব্লকের একজন, এগরা ব্লকের চারজন, শহিদ মাতঙ্গিনী ব্লকের দু'জন এবং হলদিয়া ব্লকের চারজন। চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার পর সকলেরই পরপর দু'বার সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় । রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের আজ ছেড়ে দেওয়া হয় ।
পাঁশকুড়ার কোরোনা হাসপাতালে মৃত 1, সুস্থ 39 - panskura corona recovery
পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল 39 জন। এছাড়াও গতকাল 37 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পাঁশকুড়া
এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেন, "সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 39 জন । তাদের সকলকেই আগামী 14 দিন হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । যথাসাধ্য চেষ্টা চালিয়েও কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির ।
স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1362। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 861 জন। বর্তমানে চিকিৎসা চলছে 489 জনের । মৃত্যু হয়েছে 12 জনের।