এগরা 3 জুন :মালবোঝাই লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই ব্যক্তি ৷ মৃতদের নাম ঝন্টু মাঝি (৫৫) ও সুখদেব মাঝি (৩৬) ৷ সম্পর্কে তারা বাবা-ছেলে ৷ ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার এগারার ।
মালবোঝাই লরির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু , তদন্তে পুলিশ
এগারার দুই মৎস্য ব্যবসায়ীর লরির ধাক্কায় মৃত্যু ৷ তবে ধরা যায়নি ঘাতক লরিটিকে ৷ তদন্তে পুলিশ ৷
স্থানীয় সূত্রে জানা গেছে , আজ ভোরের দিকে বাসুদেবপুর এলাকার দুই মৎস্য ব্যবসায়ী বাইক চালিয়ে এগরার দিকে যাচ্ছিলেন ৷ সেই সময় উল্টোদিক থেকে আসা একটি মালবোঝাই লরির সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ ঘটনাস্থানেই দুই জনের মৃত্যু হয়। খানিকের জন্য অবরুদ্ধ থাকে কাঁথি রাজ্য সড়ক । স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে , তদন্তে নামে পুলিশ ।
এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন, "ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে দেহ দুটি পাঠানো হয়েছে । পাশাপাশি দ্রুততার সঙ্গে কাঁথি মেদিনীপুর রাজ্য সড়ক যানজট মুক্ত করা হয় । তবে ঘাতক লরিটি পালিয়ে গেছে । আমরা চারিদিকের সিসিটিভি ফুটেজ দেখে তা চিহ্নিত করার চেষ্টা করছি ।"