পাঁশকুড়া, ১৫ মার্চ : ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবতির। মৃতের নাম রোজিনা বিবি(২৮)। ঘটনাটি পাঁশকুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রানিহাটি এলাকার।
ঝড়-বৃষ্টির তাণ্ডব; দেওয়াল চাপা পড়ে মৃত যুবতি - undefined
দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক যুবতির। মৃতের নাম রোজিনা বিবি(২৮)। ঘটনাটি পাঁশকুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রানিহাটি এলাকার।
সোমবার দুই সন্তানকে নিয়ে বাবারবাড়িতে আসেন রোজিনা। গতরাতে ঝড়-বৃষ্টিতে মাটির বাড়িটি ভেঙে পড়ে। সেই সময় বাড়িতেই ছিলেন রোজিনা, তাঁর দুই সন্তান, রোজিনার আম্মি মমতাজ বিবি ও ভাই শেখ মইনুদ্দিন। সকলেই দেওয়াল চাপা পড়েন। স্থানীয়দের সহায়তায় বাকিদের উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি রোজিনাকে। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল রাত আটটা নাগাদ ঝড়, বৃষ্টি শুরু হয়। ভেঙে পড়ে কাঁচা বাড়িটি। চারজনকে বাঁচাতে পারলেও একজন ঘটনাস্থানেই মারা যান। পাঁশকুড়া থানার OC অজিত কুমার জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
TAGGED:
panskura