পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"পারলে একসাথে সমাধি বা দাহ করো", আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা - youth

"পারলে আমাদের একসাথে সমাধি কিংবা দাহ করো।" এমনই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল প্রেমিক-প্রেমিকা। ভিন্ন ধর্মী হওয়ায় দুই পরিবারের কেউই মেলামেশা পছন্দ করবে না। এমন কী বিয়েও মেনে নেবে না এই আশঙ্কা করেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় তারা।

মৃত প্রেমিক-প্রেমিকা

By

Published : Mar 28, 2019, 9:50 PM IST

মঙ্গলকোট, 28 মার্চ : "পারলে আমাদের একসাথে সমাধি কিংবা দাহ করো।" এমনই সুইসাইড নোট লিখে আত্মঘাতী হল প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন অঞ্চলের বেলগ্রামের। মৃত যুবক ও কিশোরীর নাম লোকনাথ বৈরাগ্য (18) ও রূপসোনা খাতুন (16)।

ভিন্ন ধর্মী হওয়ায় দুই পরিবারের কেউই মেলামেশা পছন্দ করবে না। এমন কী বিয়েও মেনে নেবে না এই আশঙ্কা করেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে লোকনাথ ও রূপসোনা। আজ সকালে স্থানীয় বাসিন্দারা বেলগ্রামের একটি আম গাছে ঝুলতে দেখে তাদের দেহ।

মৃত দু'জনের কাছ থেকে পাওয়া সুইসাইড নোটে লেখা আছে, আমরা একে-অপরকে ভালোবাসতাম। আমরা ভিন্ন ধর্মী হওয়ায় আমাদের পরিবার এই সম্পর্ক মেনে নেবে না। লোকনাথ তার মামাকে উদ্দেশ্য করে লিখে গেছে, "মামা আমার শেষ ইচ্ছে পূরণ করো। আমাদের দু'জনকে এক জায়গায় সমাধি দিও কিংবা এক জায়গায় দাহ করো।"
রূপসোনা তার বাবা-মাকে লিখে গেছে, "পারলে আমাদের দু'জনকে এক জায়গায় রাখবেন। আমরা জানি আপনারা আমাদের এক জায়গায় রাখতে পারবেন না। তবুও আপনাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি আমাদের এক জায়গায় রাখার জন্য।"

লোকনাথের মামা বলেন, "ভাগনে প্রতিদিন রাতে বাড়িতে খাওয়া দাওয়া করে পাশে বন্ধুর বাড়িতে ঘুমোনোর জন্য যেত। সেইমতো গতরাতেও সে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হয়। আজ সকালে সে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু মোবাইলে রিং হয়ে গেলেও লোকনাথ ফোন তোলেনি। পরে আমরা জানতে পারি আমাদের গ্রামের একটি কাঁদরের কাছে গ্রামের একটি মেয়ে এবং লোকনাথের দেহ ঝুলন্ত অবস্থায় আছে। আমার অনুমান যেহেতু তারা দু'জনেই ভিন্নধর্মী সেই আশঙ্কাতেই তারা আত্মঘাতী হয়েছে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details