পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মঙ্গলকোটে মাঠ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ - field

মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠ থেকে উদ্ধার যুবকের মৃতদেহ।

মৃত যুবক

By

Published : Apr 6, 2019, 3:09 PM IST

বর্ধমান, 6 এপ্রিল : মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠ থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। মৃতের নাম সুমন্ত পাল (22)। মঙ্গলকোট থানার পুলিশ জানায়, মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। চুলও কিছুটা কামানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন্তের জয়পুর এলাকায় একটা পোল্ট্রি ফার্ম আছে। এছাড়া সে ছাগলসহ অন্য গবাদি পশুও পালন করত। গতকাল সুমন্ত গবাদি পশু চড়িয়ে বাড়ি ফিরে নিত্যদিনের মতোই জয়পুর বাস স্ট্যান্ডে বেড়াতে গিয়েছিল। কিন্তু রাত বাড়তে থাকালেও সে বাড়ি ফেরে না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তো পূজা উপলক্ষ্যে সে শ্মশানের মেলায় গিয়েছে।

আজ ভোর নাগাদ গ্রামবাসীরা মাঠে কাজ করতে গিয়ে সুমন্তকে অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকতে দেখে। সুমন্তের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছালে স্থানীয়রা পুলিশ কুকুর নিয়ে এসে তদন্তের দাবি করে।

পুলিশ জানায়, সুমন্তর পকেট থেকে একটা দানা বিষের প্যাকেট, বিড়ি, গুটখা ও ছোটো চিরকুট পাওয়া গেছে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details