বর্ধমান, 6 এপ্রিল : মঙ্গলকোটের জয়পুর এলাকার জালপাড়া মাঠ থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। মৃতের নাম সুমন্ত পাল (22)। মঙ্গলকোট থানার পুলিশ জানায়, মৃতের মাথায় আঘাতের চিহ্ন আছে। চুলও কিছুটা কামানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন্তের জয়পুর এলাকায় একটা পোল্ট্রি ফার্ম আছে। এছাড়া সে ছাগলসহ অন্য গবাদি পশুও পালন করত। গতকাল সুমন্ত গবাদি পশু চড়িয়ে বাড়ি ফিরে নিত্যদিনের মতোই জয়পুর বাস স্ট্যান্ডে বেড়াতে গিয়েছিল। কিন্তু রাত বাড়তে থাকালেও সে বাড়ি ফেরে না। বাড়ির লোকজন ভেবেছিল হয়তো পূজা উপলক্ষ্যে সে শ্মশানের মেলায় গিয়েছে।