কাটোয়া, 26 মে:ঠিক যেন সিনেমার স্ক্রিপ্ট ৷মহিলার রহস্য মৃত্যু ঘিরে পরতে পরতে চাঞ্চল্য বর্ধমানের কাটোয়ার পাল পাড়ায় ৷ স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতেই ঘরভাড়া নিয়েছিলেন ঝন্টু পণ্ডিত নামে এক ব্যক্তি ৷ সঙ্গে থাকা মহিলাকে স্ত্রী হিসাবে পরিচয় দিয়েছিলেন ৷ নাম বলেছিলন সুমিত্রা পণ্ডিত (35) ৷ সেই ঘটনার 24 ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে ঘর থেকে উদ্ধার হল মহিলার দেহ ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । ঘটনার পর থেকেই পলাতক ঝন্টু ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটোয়ার পাল পাড়া এলাকায় গোপাল কোঙারের বাড়ি । বৃহস্পতিবার বিকেলে ঝন্টু পণ্ডিত পালপাড়ারই এক পরিচিতকে নিয়ে গোপাল কোঙারের বাড়িতে গিয়েছিল বাড়ি ভাড়া নেওয়ার জন্য । তার সঙ্গে থাকা মহিলাকে স্ত্রী হিসাবে পরিচয় দেন ৷ ঝন্টুর সঙ্গে থাকা ওই ব্যক্তি গোপাল কোঙারের পূর্ব পরিচিত হওয়ায় বাড়ি ভাড়া পেতে কোনও সমস্যা হয়নি তাদের ৷ এমনকী ঝন্টু পণ্ডিত নিজেদের প্যান কার্ডের জেরক্সও বাড়িওয়ালার কাছে জমা দেন । এর পরেই স্ত্রী-কে ঝন্টু তার এক আত্মীয়ের বাড়ি যাচ্ছি বলে বেরিয়েও যান ৷ যদিও রাত 10টা নাগাদ তিনি বাড়ি ফিরে আসেন ।
এদিকে শুক্রবার সকাল ন’টা বেজে গেলেও ঘর থেকে কেউ বের না হওয়ায় বাড়ির মালিকের মনে সন্দেহ দানা বাঁধে ৷ তিনি ঘরের সামনে যেতেই দেখেন শিকল দেওয়া বাইরে থেকে ৷ কৌতুহল বশত ঘরের শিকল খোলেন তিনি ৷ তা দেখেই চুক্ষ চড়কগাছ হয়ে যায় বাড়ি মালিকের ৷ ঘরের মধ্যে পড়ে রয়েছে সুমিত্রার নিথর দেহ ৷ পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা সুমিত্রাকে মৃত বলে ঘোষণা করেন ।