কলকাতা, 9 ফেব্রুয়ারি : কয়েকদিন আগেই পুলিশের চাকরি ছেড়ে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন আইপিএস অফিসার হুমায়ুন কবীর৷ তখন তিনি হুগলির চন্দননগরের পুলিশ কমিশনার ছিলেন৷ আর মঙ্গলবার তিনি আবার ফিরে এলেন খবরে৷ পূর্ব বর্ধমানের কালনায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন৷ ঘাসফুল শিবিরের অংশ হলেন একেবারে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে৷
ইনি সেই হুমায়ুন কবীর, যিনি কয়েকদিন আগেই ‘গোলি মারো’ স্লোগান দেওয়ার জন্য বিজেপি কর্মীদের গ্রেপ্তার করিয়েছিলেন৷ তার পর বিজেপি তাঁর বিরুদ্ধে শাসক দলের নির্দেশে কাজ করার অভিযোগ করেছিল৷ তাই এদিন তৃণমূলে যোগ দিয়েই তিনি সরাসরি বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন৷