বর্ধমান, 5 মার্চ : প্রবীণ ভোটারদের কথা মাথায় রেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করল নির্বাচন কমিশন। শারীরিকভাবে অক্ষম ভোটারসহ অন্যরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন জেলা নির্বাচন কমিশনের দফতরে। পূর্ব বর্ধমান জেলায় দুই দফায় নির্বাচন হবে।
17 এপ্রিল যে আট বিধানসভায় নির্বাচন হবে সেগুলি হল- খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না ,জামালপুর ,মন্তেশ্বর , কালনা, মেমারি ও বর্ধমান উত্তর। এইসব এলাকায় যাঁরা ব্যালটে ভোট দেওয়ার অধিকারী হবেন তাঁদের ভোটের দিন ঘোষণা থেকে 28 মার্চের মধ্যে বিএলও-র মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে 12ডি ফর্মে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন স্ক্রুটিনির মাধ্যমে চূড়ান্ত হয়ে গেলে নির্দিষ্ট দিনে ভোটকর্মীরা ভোটারের বাড়িতে গিয়ে ভোট নিয়ে আসবেন। অন্যদিকে পূর্ব বর্ধমানে 22 এপ্রিল যে সব এলাকায় ভোটগ্রহণ করা হবে সেগুলি হল ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম , গলসি এলাকা। সেখানে যাঁরা ব্যালটে ভোট দেওয়ার জন্য বিবেচিত হয়েছেন তাঁদের ভোট ঘোষণার দিন থেকে 31 মার্চের মধ্যে বিএলওর কাছে আবেদন করতে হবে। সেই অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা সহ ভোটারদের বাড়িতে যাবেন রিটার্নিং অফিসার বা ভোটকর্মীরা। নির্দিষ্ট নিয়ম মেনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন সেই ভোটাররা। সেই ভোটদান প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিওগ্রাফিও করা হবে।