খণ্ডঘোষ, ১২ মার্চ : আজ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বেড়ুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মৃতদেহ। তাঁর পকেট থেকে পাওয়া গেছে একটি চিরকুটও। লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়"। খবর পেয়ে ঘটনাস্থানে আসে খণ্ডঘোষ থানার পুলিশ। আজ দুপুরে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করা হয়।
"আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়", লিখে আত্মহত্যা উপপ্রধানের - police
আজ সকালে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল বেড়ুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মৃতদেহ। তাঁর পকেট থেকে পাওয়া গেছে একটি চিরকুটও। লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়"।
মৃতের নাম নয়নরঞ্জন মণ্ডল (৪৫)। এলাকায় তাঁর ভালোই জনপ্রিয়তা ছিল। দাদা মনোরঞ্জন মণ্ডল বলেন, "ভাইয়ের পকেট থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। তাতে লেখা ছিল তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ি নয়। তবে রাজনৈতিক কোনও চাপ ছিল কি না জানা যায়নি।"
খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহম্মদ অপার্থিব ইসলাম বলেন, "ঘটনা কেউ কিছুই বলতে পারছে না। ওঁর পরিবার, গ্রামের মানুষ কেউই কিছু বলতে পারছে না। এত বছর ধরে গ্রামে বাস করছেন, গ্রামের একটা মানুষও ওঁর নামে খারাপ বলেন না। কোনও উগ্র জীবনযাত্রাও ছিল না। উনি নিজে খুব শিক্ষিত ছিলেন। ওঁর পরিবারও খুব শিক্ষিত। দীর্ঘদিনের দক্ষিণপন্থী পরিবার। বেড়ুগ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান ছিলেন উনি। খণ্ডঘোষ ব্লকে কোনও রাজনৈতিক ঝামেলাও নেই।"