পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটোয়ায় পথ দুর্ঘটনায় মৃত 2, আহত 1 - katuwa

কাটোয়ার ফুলবাগানের কাছে পথ দুর্ঘটনায় মৃত দুই। আহত এক।

মৃত শেরফুল শেখ

By

Published : Mar 25, 2019, 11:36 PM IST

কাটোয়া, 25 মার্চ : পথ দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ির চালকসহ দু'জনের। আহত এক। আজ কাটোয়া-বহরমপুর রোডে কাটোয়ার ফুলবাগানের কাছে ঘটনাটি ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেওয়ালে ধাক্কা মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় শুভ মণ্ডল (২৮) ও শেরফুল শেখ (৩২)-এর। আহত গোলাম মাসুদ (৩০) আশঙ্কাজনক অবস্থায় নদিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি নদিয়ার পলাশি থানার হাঁসপুকুর গ্রামে।

হাঁসপুকুরের বাসিন্দা শেরফুল শেখ পেশায় ব্যবসায়ী। তিনি তাঁর বন্ধু গোলাম মাসুদকে নিয়ে আজ পাথরচাপুরির মেলায় যাচ্ছিলেন। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গোডাউনের দেওয়ালে সজোরে ধাক্কা দিয়ে উলটে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গোলাম মাসুদকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে গোলামকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ গাড়িটিকে আটক করেছে।

ABOUT THE AUTHOR

...view details