ভাতার, ১১ জানুয়ারি : বাইক চুরি চক্রের দুই পান্ডাকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ একটি বাইক উদ্ধার করেছে। কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশ শতাধিক মোটরবাইক উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছিল। জেলা পুলিশের তরফে জানানো হয়েছিল যে মোটর বাইক চুরি যাওয়া নিয়ে তাদের কাছে যেসব অভিযোগ জমা পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে জেলাজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশের তল্লাশি চলছে। সেই তল্লাশির সময়ই এই দুজনকে গ্রেপ্তার করা হল বলে পুলিশের তরফে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ যে দুই যুবককে গ্রেপ্তার করেছে তাদের নাম মহান মাড্ডি ও শ্যামল হালদার। ধৃত দুজনের বাড়ি ভাতার থানার ওড়গ্রামে। তাদের বাড়ি থেকেই পুলিশ থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে একটা মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ।