বর্ধমান, 5 এপ্রিল : "সারা বছর দল করব, আর ভোটের সময় ভাববেন কী ভাবে দলকে হারাবেন। কেউ বলবেন পদ্মফুলে ভোট দেব। কেউ বলবেন CPI(M)-এ ভোট দেব। এগুলি আর চলবে না। দল যদি এখান থেকে না জেতে, তাহলে দলের নেতারা যাতে জেলা অফিস থেকে পৌরসভা কোথাও পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা করব।" গোষ্ঠীকোন্দল মেটাতে দলীয় কর্মী ও নেতাদের কড়া বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাস।
জেতাতে না পারলে পৌরসভায় জায়গা হবে না, হুঁশিয়ারি তৃণমূল নেতার - cpim
"দল যদি এখান থেকে না জেতে, তাহলে দলের নেতারা যাতে জেলা অফিস থেকে পৌরসভা কোথাও পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা করব।" গোষ্ঠীকোন্দল মেটাতে দলীয় কর্মী ও নেতাদের কড়া বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাস।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বর্ধমান দক্ষিণ বিধানসভা। 35 টি ওয়ার্ড নিয়ে গঠিত এই বিধানসভা। কিন্তু, দেখা গেছে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে প্রাক্তন কাউন্সিলররা দুটি গোষ্ঠীতে ভাগ হয়ে যায়। এলাকার মিটিং-মিছিলে শুধুমাত্র একটি গোষ্ঠীকেই দেখা যেত। যা নিয়ে অস্বস্তিতে পড়ে জেলা তৃণমূল নেতৃত্ব। সমস্যা কাটাতে বিষয়টি নিয়ে বৈঠক করতে হয়েছিল রাজ্য নেতৃত্বকেও।
লোকসভা নির্বাচন ঘোষণার পরও সেই অস্বস্তি কাটেনি তৃণমূল নেতৃত্বের। এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক খোকন দাস বলেন, "আমাদের কাছে দল আগে, ব্যক্তি পরে। কেউ যদি ভেবে থাকে ভোটের সময় দলকে সমস্যায় ফেলব আর পদ্মফুলে ভোট দেব। তা হবে না। দল যদি এখান থেকে না জেতে, তাহলে দলের নেতারা যাতে জেলা অফিস থেকে পৌরসভা কোথাও পৌঁছাতে না পারে, তার ব্যবস্থা করব।"