পূর্বস্থলী (পূর্ব বর্ধমান), 14 ফেব্রুয়ারি: বিজেপি (BJP) নেতারা ভোট চাইতে গেলে তাঁদের বেঁধে রাখার নিদান দিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য মুখপাত্র দেবু টুডু । মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর থানা মাঠে বিজেপির পালটা সভা করে তৃণমূল কংগ্রেস । সেই মঞ্চ থেকে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুর চড়ান দেবু টুডু । সেই সঙ্গে নিদান দেন বিজেপি নেতাদের বেঁধে রাখার ।
গত রবিবার পূর্বস্থলীর থানা মাঠে জনসভা করতে আসেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Chief JP Nadda) । সেদিন নাড্ডা বক্তৃতার শেষে ভাঙা বাংলায় মুখ্যমন্ত্রীকে একহাত নেন । তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নির্মমতা বলে কটাক্ষ করেন । পাশাপাশি ছন্দ মিলিয়ে বলেন, ‘‘গেরুয়া ঝড় আসছে তেড়ে, ভাগ তৃণমূল বাংলা ছেড়ে ।’’
এদিন সেই কথার রেশ ধরে দেবু টুডু বলেন, ‘‘তোমাদের নেতাদের বলো বাংলায় এসে এইভাবে বাংলা বলতে যাওয়া কেন ? বাংলাকে অপমান করার অধিকার কে দিয়েছে ? যখন বাংলা বলতে পারো না, তখন বাংলায় বলার কী আছে ? বাংলায় বললে কি ভোট পাবে ? নাকি বাংলার মানুষ ক্ষমা করে দেবে ।’’