গলসি, 10 মে : অনুব্রত মণ্ডলকে সংযত হওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন । অনুব্রতকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত রাখতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন । কিন্তু, তাতেও অবস্থা বদলায়নি। ফের বিতর্কিত মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল । বললেন, "কেউ চোখ দেখালে তার চোখের পরদা নামিয়ে দিন ।"
গতকাল গলসিতে দলীয় প্রার্থীর প্রচারে জনসভায় এসেছিলেন অনুব্রত । সেখানে বক্তব্য রাখতে গিয়ে দলীয় প্রার্থীকে জেতানোর আবেদন করার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দেন অনুব্রত । বলেন, "ভয় দেখাবেন না । ভয় পাবেন না । কেউই ভয় পাবেন না । সেন্ট্রাল ফোর্সকে আমরা স্যালিউট জানাই । আমরা তাদের সম্মান করি । কিন্তু, যদি বুথের ভিতর ঢোকে ছাড়ব না । একবিন্দু ছাড়ব না । তাদের কাজ বুথের বাইরে । সম্মান করি । আবার করব । কিন্তু, অন্যায় করলে ছেড়ে কথা বলব না ।"
এরপরই হুমকি দেন অনুব্রত । বলেন, "কেউ যদি হাত দেখায় নামিয়ে দেবেন । চোখ দেখালে পরদা নামিয়ে দেবেন । বেশি বাড়াবাড়ি যেন না করে । হুমকি দিলে ছাড়বেন না । আমরা আছি । কথা দিলাম বিষ্ণুপুরে ভোটের আগের দিন, ভোটের দিন ও তারপর দিনও থাকব ।"
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "মনে রাখবেন ভোটে মাসল পাওয়ার ব্যবহার হলে আমরাও চুড়ি পরে বসে নেই । যদি কেউ মাসল পাওয়ার ব্যবহার করে তাহলে আমরাও করব । কেউ যদি না করে তাহলে আমরাও করব না ।" নকুলদানা প্রসঙ্গে বলেন, "নকুলদানা এখানেও তো আছে ।"
ভিডিয়োয় শুনুন অনুব্রত মণ্ডলের বক্তব্য প্রসঙ্গত, বিতর্কিত মন্তব্য করা অনুব্রতর কাছে নতুন কিছু নয় । রাজনৈতিক মহলের মতে, ভোটের বাজারে তা আরও বেড়েছে । কয়েকদিন আগে কমিশনকে নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন অনুব্রত । যা নিয়ে বিতর্ক কম হয়নি । সেজন্য কমিশন তাঁকে শোকজ় ও সতর্ক করেছিল । এমনকী অনুব্রতকে সংযত করতে তৃণমূল কংগ্রেসকে চিঠিও পাঠিয়েছিল কমিশন ।