কালনা, 3 অক্টোবর : দু'টি আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ আহত প্রায় 11 জন ৷ ঘটনা দু'টি নাদনঘাট ও মন্তেশ্বর থানা এলাকার ৷ আহতরা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ আগামীকাল মৃতদের ময়নাতদন্ত হবে ৷
কালনায় পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 11 - পথ দুর্ঘটনা
দু'টি আলাদা জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের ৷ আহত প্রায় 11 জন ৷ ছোটো একটি ট্রাকে চেপে ব্যান্ড পার্টির 12 জনের একটি দল মন্তেশ্বরের মাঝেরগ্রামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে ৷ অন্যদিকে বাইক থেকে পড়ে মৃত্যু হয় এক যুবতির ৷
ছোটো একটি ট্রাকে চেপে ব্যান্ড পার্টির 12 জনের একটি দল মন্তেশ্বরের মাঝেরগ্রামের দিকে যাচ্ছিল ৷ নাদনঘাট থানার নওপাড়া ও নাদনঘাট ব্রিজের মাঝে বর্ধমান-নবদ্বীপ রুটে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উলটে যায় ৷ একটি বাইকে গিয়ে ধাক্কা মারে ৷ ঘটনায় 12 জন যাত্রী গুরুতর আহত হয় ৷ নেপাল সর্দার ও অজয় দাস নামে দুই ব্যক্তির মৃত্যু হয় ৷ মৃতদের বাড়ি নবদ্বীপের মালঞ্চপাড়া এলাকায় ৷ আহতদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
অন্যদিকে, ভাইয়ের বাইকে চেপে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় প্রিয়াঙ্কা বিবি (30) নামে এক যুবতির ৷ বাড়ি মেমারির আশাপুর এলাকায় ৷ প্রিয়াঙ্কা তাঁর ছেলেকে নিয়ে ভাইয়ের বাইকে চেপে আব্বার বাড়ি মন্তেশ্বরের কুলুট থেকে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন ৷ সেসময় বাইক থেকে পড়ে বাসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর ৷