পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ভাতারে ভোট উত্তাপ, বাম-কংগ্রেসের জোট প্রার্থীদের হুমকি দিয়ে পড়ল পোস্টার - ভাতার

চলছে পঞ্চায়েত ভোটের প্রচার ৷ তার মধ্যেই হুমকি পোস্টার ভাতার ব্লকের বলগোনা গ্রামে ৷ অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷

ETV Bharat
হুমকি পোস্টার

By

Published : Jun 26, 2023, 10:47 PM IST

ভাতার, 26 জুন:বাম ও কংগ্রেসের জোট প্রার্থীকে হুমকি দিয়ে পোস্টার সাঁটানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা । সোমবার বাম ও কংগ্রেসের জোটের পক্ষ থেকে ভাতার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । তবে শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাতার ব্লকে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে টিকিট না পেয়ে দল ছেড়ে বেশ কিছু তৃণমূল নেতা কর্মী কংগ্রেসে যোগ দেন । এমনকি প্রাক্তন তৃণমূল কংগ্রেসের গ্রামপ্রধানও তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন । সেখানে জোট বেঁধে প্রার্থী দেয় বাম-কংগ্রেস ৷ সোমবার দেখা যায় এলাকায় হুমকি পোস্টার পড়েছে । সেখানে বাম প্রার্থী টুকটুকি খাতুনকে হুমকি দিয়ে লেখা হয়েছে, 'সিপিএম খুব বেড়েছে । রাজু চুপ করে থাক । তোর ছবি হবে ।' অন্যদিকে কংগ্রেসকে হুমকি দিয়ে লেখা হয়েছে, 'শিকরত্তরের (শিকরত্তর গ্রাম) নতুন কংগ্রেসগুলি সব বাড়িছাড়া হবে ।'

এই হুমকি পোস্টার প্রসঙ্গে, ভাতারের বলগোনার হরিপুর 71 নং বুথের কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী টুকটুকি খাতুন বলেন, "রাতের অন্ধকারে আমাদের বাড়ির দেওয়ালে দুষ্কৃতীরা পোস্টার সাঁটিয়ে দিয়ে গিয়েছে । সেই পোস্টারে আমার স্বামীকে মেরে পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে । আমাদের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে । আমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরে তাঁদের অসুবিধার কথা শুনেছি । গ্রামের মানুষও পঞ্চায়েতে পরিবর্তন চাইছে । সেটা তৃণমূল মেনে নিতে পারছে না । তাই তারা ভয় পেয়ে আমাদের বাড়ির দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দিয়ে গিয়েছে ।"

আরও পড়ুন: রাস্তা না থাকায় ভোট বয়কট, পঞ্চায়েতের মুখে লোধা শবরদের গ্রামের দেওয়ালে শুধুই রঙিন চিত্র

অন্যদিকে, তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ আমজাদ বলেন, "ভাতার ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতে বাম ও কংগ্রেসের জোট প্রার্থী দেওয়া হয়েছে । আমরা শাসক দল ছেড়ে কংগ্রেসে এসেছি । এদিন সকালের দিকে দেখি কে বা কারা হুমকি দিয়ে পোস্টার দেওয়া হয়েছে। নির্বাচনের পরে আমাদের গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়েছে । আমরা ভয় পাই না, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে । সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে । তাই আমাদের জয় নিশ্চিত ।" তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details