25 মার্চ, বর্ধমান : কোরোনা সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে লকডাউনের পদক্ষেপ করেছে রাজ্য সরকার । সেই নির্দেশ যাতে জেলাবাসী পালন করে , তা জানাতেই নিজে মাইকিং করে প্রচার করলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । বুধবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 ব্লকের বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সচেতন করতে পথে নামেন মন্ত্রী ৷
কোরোনা সচেতনতায় বর্ধমানের মানুষকে বার্তা দিতে পথে মন্ত্রী - burdwan
কালনার পূর্বস্থলী এলাকায় মানুষকে সচেতন করতে আজ পথে নামেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি বলেন , " আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিন। বিভিন্ন এলাকায় রক্ত পরীক্ষার ক্যাম্প করা হচ্ছে । পাড়ার মোড়ে কিংবা চায়ের দোকানে এই কয়েকদিন আড্ডা মারবেন না ।"
সোমবার বিকাল থেকে লকডাউন শুরু হলেও মঙ্গলবার বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় প্রচুর মানুষকে রাস্তায় বের হতে দেখা গিয়েছিল । তাই কালনার পূর্বস্থলী এলাকায় মানুষকে সচেতন করতে আজ পথে নামেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি বলেন , "আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করে নিন। বিভিন্ন এলাকায় রক্ত পরীক্ষার ক্যাম্প করা হচ্ছে । পাড়ার মোড়ে কিংবা চায়ের দোকানে এই কয়েকদিন আড্ডা মারবেন না ।" পাশাপাশি সাবান দিয়ে হাত ধোওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন তিনি ৷
তবে আজ খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘর থেকে বেরোতে দেখা যায়নি ৷ সকাল থেকে বর্ধমান শহর-সহ কালনা, কাটোয়া, গুসকরা, মেমারি-সহ বিভিন্ন এলাকার দোকানপাট বন্ধ ছিল । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট শুনশান হতে শুরু করে । তবে বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি নজরে পড়ে ।