পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব স্বপন দেবনাথ

কেন্দ্রের একাধিক পদক্ষেপের সমালোচনায় মন্ত্রী ৷ তুলে ধরলেন রাজ্য় সরকার, তার প্রতিটি সদস্য কী ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে কাজ করে চলেছেন, তার খতিয়ান ৷

swapan debnath
swapan debnath

By

Published : Jun 6, 2020, 5:06 AM IST

পূর্বস্থলী, 6 জুন : কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্য়ানডেমিক ঘোষণা করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্লেন চালানো বন্ধ রাখার আবেদন করেছিলেন, তখন কিন্তু ওরা (কেন্দ্র) প্লেন চালানো বন্ধ করেনি। উলটে মার্কিন প্রেসিডেন্টকে ডেকে নিয়ে এসে আমেদাবাদে কোটি কোটি টাকা ব্যয় করে সভা করলেন। তাজমহল দেখাতে নিয়ে গেলেন। আর আজকে তার রাজ্য গুজরাতে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বাংলার মানুষ চিকিৎসা পরিষেবা পেয়েছেন ।

মন্ত্রী বলেন, কালনাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলেছেন। চিকিৎসা পরিষেবা পাওয়া যায় পূর্বস্থলীতেও। আজ মানুষের জ্বর-সর্দি হলেই আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করছি । জীবনের ঝুঁকি নিয়ে সবাই কাজ করছে ।

তিনি দাবি করেন, আজ পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন কাজের চিন্তাভাবনা করছে সরকার। ইতিমধ্যেই ভিন রাজ্যে গিয়ে শ্রমিকেরা কী ধরনের কাজ করতেন সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে । সেই মতো তাদের কাজ দেওয়ার পরিকল্পনা আছে। ক্লাস্টারের মাধ্যমে তাদের কাজ দেওয়া হবে। দেশের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন, রাজ্যের শ্রমিকদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য।

ABOUT THE AUTHOR

...view details