পূর্বস্থলী, 22 ডিসেম্বর : ফের শুভেন্দু অধিকারীর মুখে 'তোলাবাজ ভাইপো'র প্রসঙ্গ। শনিবারের পর মঙ্গলবার আরও একবার 'তোলাবাজ ভাইপো হটানো'র কথা বললেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে আসা পূর্ব মেদিনীপুরের এই ভূমিপুত্র।
এদিন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপির হয়ে এই প্রথমবার সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু। সেই সভা থেকেই শুভেন্দু বললেন, "তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।" তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে সরাসরি আক্রমণ করে শুভেন্দুর বক্তব্য, "দলটা কোম্পানিতে পরিণত হয়েছে। আত্মসম্মান থাকলে কেউ তৃণমূল কংগ্রেসে থাকতে পারবে না।"
শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব যে তৈরি হচ্ছিল, তা গত কয়েকমাস ধরে বোঝা যাচ্ছিল। কিন্তু একবারও শুভেন্দুর মুখে দল বিরোধী কোনও কথা শোনা যায়নি। তার পর ধাপে ধাপে মন্ত্রিত্ব, সরকারি বিভিন্ন পদ ও বিধায়ক পদ ছেড়ে তৃণমূল ত্যাগ করেন কাঁথির অধিকারী পরিবারের মেজ ছেলে।
গত শনিবার বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহের হাত ধরে যোগদান করেন গেরুয়া শিবিরে। সেদিন তিনি মঞ্চে দাঁড়িয়ে স্লোগান তুলেছিলেন, "তোলাবাজ ভাইপো হটাও।" আর মঙ্গলবার পূর্বস্থলীর মঞ্চ থেকে শুভেন্দু চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস ও ওই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
শুভেন্দুর বক্তব্য, "বিজেপির আশ্রয় না পেলে তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যেত।" আর এই কথা তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন দলের সেই নেতাদের যাঁরা ইদানীং তাঁকে 'মীরজাফর' বলে কটাক্ষ করেছেন। তাঁর সাফ কথা, "শুভেন্দু বেইমান নয়।"