পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের যুদ্ধ না বেধে যায় : আলুওয়ালিয়া

" কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের যুদ্ধ না বেধে যায়।" আজ দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন থেকে ফেরার সময় একথা বললেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

সুরিন্দর সিং আলুওয়ালিয়া

By

Published : Apr 12, 2019, 11:29 PM IST

বর্ধমান, 12 এপ্রিল :" কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের যুদ্ধ না বেধে যায়।" কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশের হাতাহাতি নিয়ে এই কথা বললেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আজ দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনে আসেন তিনি। সেখানে তিনি পুরোনো বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন।

ভিডিয়োয় শুনুন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার বক্তব্য

সুরিন্দর তৃণমূলকে আক্রমণ করে বলেন, "রাজ্যের মানুষ যদি সুষ্ঠুভাবে নিজের ভোট নিজে দেওয়ার অধিকার পায়, তাহলে তৃণমূল সরকার কিছুতেই বাঁচতে পারবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। কিন্তু, রাজ্য সরকার নিজের পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে লুট আরম্ভ করেছে সেটা বরদাস্ত করা যাবে না। কোনও দলই বরদাস্ত করবে না। তারা EVM মেশিনকে বিশ্বাস করে না। সেই কারণেই EVM মেশিন ভেঙে দিয়েছে। কারণ ওদের ভয় আছে।"

প্রত্যেকটি বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। এই প্রসঙ্গে সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন, "আমি এই সবের পক্ষপাতি নই। গণতন্ত্রে বিশ্বাসী। আর গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ যদি নিজের ভোট নিজে দিতে না পারেন, বাধার মুখে পড়েন তাহলে কীভাবে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে।"

ABOUT THE AUTHOR

...view details