দুর্গাপুর, 5 জানুয়ারি: "একজন মুখ্যমন্ত্রীর মুখে এসব কথা মানায় না !" বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) কটাক্ষের জবাবে একথা বললেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) ৷ বৃহস্পতিবার সাগর থেকে ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ৷ সেখানেই বন্দে ভারতে ঢিল ছোড়া-সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রের সমালোচনায় সরব হন মমতা ৷ এমনকী, বন্দে ভারত এক্সপ্রেসকে 'নতুন রং করা পুরনো ট্রেন' বলেও কটাক্ষ করেন তিনি ৷ তারই প্রেক্ষিতে দুর্গাপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেন সুভাষ ৷
এদিনই ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়, বন্দে ভারতে হামলার ঘটনা পশ্চিমবঙ্গে নয়, বিহারে ঘটেছে ৷ অথচ এর আগে পর্যন্ত এই ইস্যুতে বাংলার সরকার, শাসকদল এবং মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে প্রবল সমালোচনা করেছে গেরুয়াশিবির ৷ কিন্তু, রেলের তরফে হামলার সম্ভাব্য ভিডিয়ো প্রকাশ করার পরই শুরু হয় উলটো 'খেলা' ৷ বিজেপিকে তুলোধনা করে ধুনতে শুরু করেন তৃণমূলের নেতারা ৷ পালটা যুৎসই জবাব দেওয়ার চেষ্টা করেন বিজেপির নেতা, কর্মীরাও ৷